রাজশাহীতে ট্রাকের ধাক্কায় ভ্যানের যাত্রী শিশু নিহত

প্রকাশিত: ৬:৩১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০২০

রাজশাহীতে ট্রাকের ধাক্কায় ভ্যানের যাত্রী শিশু নিহত

ওমর ফারুক, রাজশাহী ব্যুরো: রাজশাহীর পুঠিয়ার বানেশ্বরে ট্রাকের ধাক্কায় যাত্রীবাহী ভ্যান দুমড়েমুচড়ে ঘটনাস্থলে বৈশাখী (৯) নামের এক শিশু যাত্রী নিহত হয়েছে ও চালকসহ দুই জন আহত হয়েছে। নিহত বৈশাখী বেলপুকুর উপজেলার তাড়াশ গ্রামের হাসেন আলীর আলীর মেয়ে। শুক্রবার দুপুরে ঢাকা-রাজশাহী মহাসড়কের বানেশ্বর নাসির বিড়ি ফ্যাক্টরির সামনে এ ঘটনা ঘটে। পবা হাইওয়ে পুলিশের শিবপুরহাট ফাঁড়ি ইনচার্জ কাজল কুমার নন্দী এ তথ্য নিশ্চিত করছেন। আহত দুইজন হলেন, দুর্গাপুরের ভাংগিরপাড়া এলাকার ভ্যান চলক লিটন(৪০) ও আজিবারের স্ত্রী সফুরা বেগম(৩৫)। জানা গেছে, শুক্রবার দুপুরে বেলপুকুরের ধাদাস থেকে বানেশ্বরেরর উদ্দেশ্য ছেড়ে আসা যাত্রীবাহী একটি ভ্যান রাজশাহী-সড়কের বানেশ্বর নাসির বিড়ি ফ্যাক্টরির সামনে দঁাড়ায়। এ সময় রাজশাহী থেকে নাটোরগামী একটি ট্রাক(যশোর ট-১১-০৯৪৬) ওভারটেক করতে গিয়ে ভ্যানের পেছনে ধাক্কা দেয়। এ সময় ভ্যানটি দুমড়ে মুচড়ে যায়। এতে ওই শিশু রাস্তায় পড়ে গিয়ে ঘনাস্থলেই মারা যায় ও দুইজন আহত হয়। স্থানীয়রা চিকিৎসার জন্য প্রথমে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতে নিয়ে যায়। ট্রাকটিকে স্থানীয়রা আটক করে। তবে ট্রাকের চালক পালিয়ে যায়। খবর পেয়ে পবা হাইওয়ে পুলিশ ফাঁড়ি পুলিশ লাশটি উদ্ধার করে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest