১০ বছরের এক স্কুল ছাত্রী ধর্ষণ। ৬০ বছরের ধর্ষক গ্রেফতার

প্রকাশিত: ৯:৪৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০২০

১০ বছরের এক স্কুল ছাত্রী ধর্ষণ। ৬০ বছরের ধর্ষক গ্রেফতার

শফিউর রহমান কামাল বরিশাল ব্যুরোঃ পিরোজপুরের স্বরূপকাঠিতে চতুর্থ শ্রেণির (১০) এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে বরিশাল র‌্যাব-৮ এর সদস্যরা অভিযুক্ত ধর্ষক আশ্রাব আলীকে (৬০) আটক করেছে। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার খাড়াবাক গ্রামে ধর্ষণের এ ঘটনাটি ঘটে। ওই ছাত্রী ৬২ নম্বর খাড়াবাক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রী। আজ শনিবার এ ঘটনায় আশ্রাব আলীকে আসামি করে ধর্ষিতার বাবা থানায় মামলা দায়ের করেছেন। জনা গেছে, খাড়াবাক গ্রামের হতদরিদ্র পরিবারের ওই স্কুলছাত্রী শুক্রবার বিকেলে পার্শ্ববর্তী আশ্রাব আলীর দোকানে যায়। এক পর্যায় আশ্রাব ওই মেয়েটিকে ফুঁসলিয়ে ঘরের মধ্যে নিয়ে ধর্ষণ করে। পরে রক্তাক্ত অবস্থায় মেয়েটি বাড়ি গিয়ে বিষয়টি পরিবারকে জানালে পরিবারের লোকজন তাকে স্বরূপকাঠি হাসপাতালে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন। নেছারাবাদ থানার ওসি (তদন্ত) শেখ আউয়াল কবির জানান, এ ঘটনা থানায় মামলা হয়েছে। আসামি র‌্যাব হেফাজতে রয়েছে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest