নলছিটিতে নিমার্ণাধীন বৈদ্যুতিক টাওয়ার থেকে পড়ে প্রান গেল শ্রমিকের

প্রকাশিত: ৩:৩৯ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০১৯

নলছিটিতে নিমার্ণাধীন বৈদ্যুতিক টাওয়ার থেকে  পড়ে প্রান গেল শ্রমিকের

নলছিটি প্রতিনিধি
ঝালকাঠির নলছিটি উপজেলার হাড়িখালী গ্রামে মঙ্গলবার সকালে নিমার্ণাধীন একটি বৈদ্যুতিক টাওয়ার থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত শ্রমিক দবিরুল ইসলাম (২২) দিনাজপুরের বিরল উপজেলার
পাকুরা গ্রামের হামিদুল ইসলামের পুত্র। টাওয়ার নির্মাণের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স আল আরাফাত কোম্পানীর ফোরম্যান মো. ইসমাইল হোসেন জানান, পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রর জন্য হাড়িখালী গ্রামে একটি
বৈদ্যুতিক টাওয়ার নিমার্ণের কাজ চলছিল। সকালে দবিরুলসহ কয়েকজন শ্রমিক টাওয়ারের উপরের অংশে কাজ শুরু করে। এসময় হঠ্যৎ একটি এলোমুনিয়ামের পিলার ফসকে গিয়ে দবিরুল নিচে পড়ে যায়। এতে সে শারীরিক ভাবে গুরুত্বর আহত হয় । পরে অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক
মৃত্য ঘোষণা করে। এ ব্যাপারে নলছিটি থানার নলছিটি থানার অফিসার ইনচার্জ মো.শাখাওয়াত হোসেন জানান, টাওয়ার থেকে পড়ে শ্রমিক মৃত্যুর খবর
পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।


alokito tv

Pin It on Pinterest