ঢাকা ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৫৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০২০
মনোরঞ্জন দেবনাথ,কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা শহরের বানিজ্যিক এলাকা কিশোরগঞ্জ বাজারকে ক্লোজ সার্কিট (সিসি)ক্যামেরার আওতায় নিয়ে এসে বাজারের সকল ব্যবসায়ীদের ব্যবসার নিরাপত্তা দিতে এক আলোচনা সভার আয়োজন করা হয়। কিশোরগঞ্জ বাজারের নব দিগন্ত ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল ওয়ারেছ’র সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক শিব্বির আহম্মেদের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আবুল কালাম আজাদ। বিশেষ অথিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ হারুন অর রশীদ,কিশোরগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম বাবু,সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছুল ইসলাম আনিছ,দোকান মালিক সমিতির সাধারণ হোসেন শহীদ সোহরাওয়ার্দী গ্রেনেট বাবু,নব দিগন্ত সমিতির সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা,নব দিগন্ত সমিতির সদস্য দাদ এ এলাহী প্রমূখ। প্রধান অতিথি বলেন,সকল ব্যবসায়ীরা যদি নিয়ম মেনে ব্যবসা করতে পারেন তাহলে কিশোরগঞ্জ বাজারের উন্নয়ন সম্ভব। তিনি আরও বলেন,বাজারের ব্যবসায়ীদের মাঝে শৃঙ্খলা ফিরিয়ে আনতে বিছিন্ন থাকা দোকান গুলোকে শৃঙ্খলার মধ্যে ফিরিয়ে নিয়ে আসার ব্যাপারে উদ্যোগ নেয়া হবে। অল্প সময়ের মধ্যে কিশোরগঞ্জ বাজারকে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরায় আওতায় নিয়ে আসার ব্যাপারে আশ্বস্ত করেন।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST