ঢাকা ১৭ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৫৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০২০
আবু মুসা স্টাফ রিপোর্টারঃ নাটোরের বড়াইগ্রাম থেকে গরু ভর্তি ট্রাক লুটের ঘটনায় ট্রাক সহ ৪ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।উদ্ধার করা হয়েছে ১৮টি গরু।দুপুরে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান,গত ২৮ জানুয়ারি বড়াইগ্রাম উপজেলার গোরস্থারপাড়া এলাকায় দিনাজপুর থেকে যশোরগামী গরুবাহী ট্রাককে ব্যারিকেড দিয়ে ট্রাক চালক ও গরু ব্যাবসায়ীদের মারপিট করে রাস্তায় ফেলে দেয়।পরে ২৪টি গরু সহ ট্রাকটি লুটে নিয়ে চলে যায়। ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে অভিযানে নামে নাটোর জেলা পুলিশ।নাটোর সহ দেশের বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে পর্যায়ক্রমে গ্রেফতার করা হয় ডাকাত মানিক,কাউছার,হাসেম ও জামালকে।উদ্ধার করা হয় ১৮টি গরু,৬টি গরু বিক্রির ৮০ হাজার টাকা,ডাকাতি করা ও ডাকাতির কাজে ব্যবহৃত ২টি ট্রাক
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST