বরিশাল স্বরূপকাঠি সেই ভাঙ্গা ব্রিজে সাঁকো বানিয়ে চাঁদাবাজি

প্রকাশিত: ৬:৩৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০২০

বরিশাল স্বরূপকাঠি সেই ভাঙ্গা ব্রিজে সাঁকো বানিয়ে চাঁদাবাজি

শফিউর রহমান কামাল বরিশাল ব্যুরো ঃ বরিশালের বাবুগঞ্জে ভেঙে যাওয়া বেইলি ব্রিজের স্থলে সাঁকো বানিয়ে টাকা আদায় করা হচ্ছে। এদিকে গত মঙ্গলবার ভোরে দুর্ঘটনা ঘটার পর এখন পর্যন্ত খাল থেকে ট্রাকটি উদ্ধার করা হয়নি। সাঁকো থেকে জনপ্রতি পাঁচ টাকা করে আদায় করায় ক্ষোভ প্রকাশ করেছে পথচারীরা। সাঁকো বানিয়ে টাকা আদায়ের বিষয়ে স্থানীয় সমিল মালিক মো. মোক্তার হোসেন বলেন, সাঁকো বানাতে স্থানীয় জনপ্রতিনিধি তাঁর কাছ থেকে ৪০ হাজার টাকার কাঠ নিয়েছেন। কিন্তু কাঠের দাম না দেওয়ায় তিনি জনপ্রতি পাঁচ টাকা করে আদায় করছেন। উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল বলেন- সাঁকোর নির্মাণ ব্যয় উপজেলা পরিষদ বহন করবে। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান খান বলেন, ভেঙে পড়া সেতুটি সংস্কারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। বরিশাল সওজের অতিরিক্ত প্রধান প্রকৌশলী তাপশ কুমার পাল বলেন, ট্রাকটি উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest