জলঢাকায় নছিমন এবং অটোর সংঘর্ষে আহত ৫

প্রকাশিত: ২:৫৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২০

জলঢাকায় নছিমন এবং অটোর সংঘর্ষে আহত ৫

হারুন অর রশিদ(রিয়াদ),জলঢাকা (নিলফামারী)প্রতিনিধিঃ নিলফামারী জলঢাকায় নছিমন এবং অটোর সংঘর্ষে অটোর ৫ জন যাত্রী আহত হয়েছেন। শনিবার সকাল ১০ঃ৩০ মিনিটে পৌরসভার ৭ নং ওয়াট নেকবক্ত রোড় ময়দানের পাড় নামক স্থানে ঘটনাটি ঘটে এতে অটোতে থাকা ৬ যাত্রীর মধ্যে ৫ জনেই আহত হয়। অটো চালক মোঃ আজহারুল ইসলাম (৫৪), যাত্রী মোঃ রফিকুল ইসলাম (৪৪), মোঃ মতিয়ার রহমান(৪৫),মোঃ আজিজার রহমান(৫৫) ও একটি বোবা মেয়ে(ভিক্ষুক) তার পরিচয় এখনো পাওয়া য়ায়নি। স্থানিও সূত্রে জানা যায় নেকবক্ত থেকে ছেরে আসা একটি অটো এবং জলঢাকা থেকে ছেরে আসা একটি কোম্পানির মালামাল সহ নিছিমন গাড়ির মধ্যে এ সংঘর্ষ হয়। তাৎক্ষণিকভাবে আহতদের হাসপাতালে নেওয়া হলে হাসপাতাল কর্তৃপক্ষ তিন জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করান এবং আশংকাজনক অবস্থায় ২ জন মোঃ রফিকুল ইসলাম ও আজিজার রহমানকে রংপুর মেডিকেল হাসপাতালে প্রেরন করেন। ঘটনার সত্যতা প্রকাশ করে জলঢাকা থানার এসআই আব্দুর রশিদ “আলোকিত সময় ডট কম” -কে বলেন, খবর পেয়ে আমি তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যাই এবং অটো ও নছিমন গাড়ি দুটিকে উদ্ধার করি এবং হাসপাতালে যেয়ে গুরুতর আহত দুই রোগিকে রংপুরে প্রেরনের ব্যাবস্থা করি।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest