ঢাকা ৩ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২০
মোঃ লুৎফর রহমান হিলি (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের হিলিতে উপজেলা পর্যায়ের শুদ্ধসুরে জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। হাকিমপুর উপজেলা প্রশাসনের আয়োজনে আজ বুধবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এই প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এতে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে উপজেলার ৩টি ইউনিয়ন ও পৌরসভা পর্যায়ে চাম্পিয়ন ১২টি স্কুল, কলেজ ও মাদ্রসার দল অংশগ্রহন করেন। হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফিউল আলমের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ হারুন, ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহীন, পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, কৃষি অফিসার শামীমা নাজনীন, প্রাথমিক শিক্ষা অফিসার মাসুদুল হাসানসহ অনেকে। প্রতিযোগীতা শেষে প্রাথমিক স্তরে চাম্পিয়ন হয়েছে বোয়ালদাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক স্তরে বিশাপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয় ও উচ্চ মাধ্যমিক স্তরে হাকিমপুর মহিলা কলেজ চাম্পিয়ন হয়েছে। পরবর্তীতে চাম্পিয়ন দল গুলো জেলা পর্যায়ে প্রতিযোগীতায় অংশগ্রহন করবেন।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST