মো.সাইফুল ইসলাম,মির্জাগঞ্জ(পটুয়াখালী)প্রতিনিধি :- পটুয়াখালীর মির্জাগঞ্জে স্বেচ্ছাসেবী সংগঠন ‘মির্জাগঞ্জ ফাউন্ডেশন’ এর কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষ্যে মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা সদর সুবিদখালী বন্দরস্থ অস্থায়ী কার্য্যালয়ে প্রতিষ্ঠাতা সদস্য মো.রিয়াজ হোসাইন সোহাগ জোমাদ্দারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন মো.সোহেল রানা,মো.রাব্বি মল্লিক,অর্জুন ঋষি ও সজল ফরাজী প্রমূখ। সভায় উপস্থিত সদস্যদের সর্ব সম্মতিক্রমে একাত্তর টিভি ও দৈনিক আমার সংবাদ পত্রিকার মির্জাগঞ্জ উপজেলা প্রতিনিধি কামরুজ্জামান বাঁধনকে সভাপতি,দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার উপজেলা প্রতিনিধি মো.রিয়াজ হোসাইন সোহাগ জোমাদ্দারকে সিনিয়র সহ-সভাপতি,মো.মিজানুর রহমান হাওলাদারকে সাধারন সম্পাদক ও অর্জুন ঋষিকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে এক বছরের জন্য ৩১সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়। উল্লেখ্য,২০১৯সালের আগষ্ট মাসে উপজেলার স্থানীয় যুবক ও বিভিন্ন শ্রেনী পেশার ব্যক্তিদের নিয়ে এই স্বেচ্ছাসেবী সংগঠনটি প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি বিভিন্ন সময় কুচক্রী মহলের সৃষ্ট গুজব প্রতিরোধে স্থানীয় প্রশাসনের সাথে জনসচেতনতা কার্যক্রম বাস্তবায়নে সক্রিয় অংশ গ্রহন,ডেঙ্গু প্রতিরোধে শিক্ষা প্রতিষ্ঠানে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান,বৃক্ষ রোপন করা ও মেধাবী গরীব শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরন, উপজেলার বিভিন্ন বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন প্রসূতি মা ও দূর্ঘটনায় আহত রোগীদেরকে বিনামূল্যে ১৪০ব্যাগ রক্ত প্রদান করা সহ দুইটি ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প করা হয়েছে।