শফিউর রহমান কামাল বরিশাল ব্যুরোঃ সাম্প্রদায়িক দাঙ্গাবাজ খুনি মোদিকে এদেশের মাটিতে এনে মুজিব বর্ষকে কলংকিত না করার আহবান জানিয়েছেন বরিশাল জেলা বাসদের নেতৃবৃন্দ। আজ শুক্রবার সকাল ১১ টায় নগরীর প্রাণ কেন্দ্র সদর রোডে ভারতের দিল্লিতে বিজিপির সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়ানোসহ বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়ার সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন প্রতিবাদ সভায় সমাজতান্ত্রিক দল বাসদ বরিশাল জেলা শাখার নেতৃবৃন্দ এই আহবান জানান। এসময় বক্তারা বলেন, সাম্প্রদায়িক খুনি দাঙ্গাবাজ মোদি শান্তির জনক বঙ্গবন্ধুর বাংলাদেশের মাটিতে পা রাখলে অসাম্প্রদায়িক বাংলাদেশকে সাম্প্রদায়িকতার দিকে ঠেলে দেওয়ার আশংকা সৃষ্টি হবে। মুজিব বর্ষে সাম্প্রদায়িক ধর্ম ব্যবসায়ী মোদিকে বর্জনসহ সকল অসাম্প্রদায়িক শক্তিকে সাথে নিয়ে প্রতিহত করার হুঁশিয়ারি উচ্চারণ করেন বাসদ নেতৃবৃন্দ। বাসদ বরিশাল জেলা শাখার সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তীর সভাপতিত্বে মানববন্ধন প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বরিশাল জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদ’র সাধারণ সম্পাদক এ্যাড. হিরন কুমার দাস মিঠু, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি সাগর দাস, মহানগরের সাংগঠনিক সম্পাদক সুজন আহমেদ, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম, শ্রমিকফ্রন্টের মহানগর সভাপতি বাবুল তালুকদার, দুলাল মলিক, শহিদুল ইসলাম, বরিশাল বিএম কলেজ শিক্ষার্থী বাসদ সংগঠক আব্দুল্লা আল- মাসুদ, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তরিকুল ইসলাম, শোয়েব, লামিয়া, সায়মন প্রমুখ। এর পূর্বে বাসদ জেলা ও মহানগরের নেতৃবৃন্দসহ সদস্যরা নগরীতে বিভিন্ন প্ল্যাকার্ড,ব্যানার নিয়ে বিক্ষোভ মিছিল করেন।