ভোগান্তির আরেক নাম ষাটপাকিয়ার ব্রীজ

প্রকাশিত: ১:৫১ অপরাহ্ণ, মার্চ ৭, ২০২০

ভোগান্তির আরেক নাম ষাটপাকিয়ার ব্রীজ
পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ বরিশাল বিভাগের অন্যতম জেলা হলো ঝালকাঠি। ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার ষাটপাকিয়া ফেরিঘাট সংলগ্ন ব্রিজটি ভেংগে হেলে পরে আছে দীর্ঘদিন যাবত। প্রতিদিন শত শত মানুষ এই ভাংগা ব্রিজের উপর দিয়ে যাতায়াত করে। যে কোন সময় মারাত্মক দুর্ঘটনা স্বীকার হতে পারে এবং ঘটতে পারে প্রানহানীও । আজ সরেজমিনে প্রদক্ষিন সময়কালে স্হানীয় বাসিন্দা ইসমাইল তালুকদার জানান ব্রিজটি দীর্ঘ দিন যাবত অচল ও ভাংগা রয়েছে বর্তমানে এখন এটার উপর দিয়ে যাতায়াত খুবই ঝুকিপুর্ন, দ্রুততার সহিত ব্রিজটি মেরামত কিংবা সংস্কার না করা হলে যেকোন সময় জনগন দূর্ঘটনা কবলিত হবে।তাই তিনি মিডিয়া ও স্হানীয় প্রশাসনের সুদৃষ্টি দেয়ার আহবান জানান। এছাড়া আরও এক বাসিন্দা আলামিন বলেন ব্রিজ অকেজো ও ভাঙ্গা থাকায় দূর্ভোগের শেষ নেই আমাদের। অতিস্বত্বর এই ব্রিজের সংস্কারের দাবি জানিয়েছেন তিনিও।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest