শফিকুল ইসলাম শামীম উজিরপুর প্রতিনিধি : উজিরপুর উপজেলার হারতায় ১৪ তম বৎসরিক শ্রী শ্রী গনেশ পাগলের সেবাশ্রম উৎসব ও মহা প্রাসাদ বিতরন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতি বাবু প্রদিপ পান্ডের সভাপতিত্বে অত্র অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময়ে শতশত ভক্তবৃন্দ শীত ও রাত্রকে উপেক্ষা করে পাগলের বাউলগান ও গুনকীর্তন উপভোগ করেন এসময়ে উপস্থিত ছিলেন হারতা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও হারতা ইউনিয়ন শাখা আওয়ামিলীগের সভাপতি বাবু সুনীল কুমার বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক বাবু বিজয় দাস,হারতা পুলিশ ক্যাম্প ইনচার্জ আজমল হোসেন,যুবলীগ সভাপতি পরিমল সাহা, যুবনেতা কমল সাহা, সোহেল রানা, সেচ্ছাসেবকলীগ সভাপতি রতন সাহা, সাধারণ সম্পাদক সুজিৎ রায়,কৃষকলীগ সভাপতি কৃষ্ণ দেবনাথ, হরলাল পাগল, মহানন্দ মল্লিক, বিমল বৈরাগী সহ এলাকার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা সভায় বাবু সুনীল কুমার বিশ্বাস আগাত সকল ভক্ত বৃন্দদের দোয়া কামনা করেন এবং সুশৃঙ্খলভাবে অনুষ্ঠান উপভোগ ও প্রসাদ গ্রহন করার জন্য অনুরোধ জানান।