উজিরপুর উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট জয়দেব চক্রবর্তীর হস্তক্ষেপে বাল্য বিবাহ থেকে মুক্তি পেল দুই কিশোরী

প্রকাশিত: ৯:৩০ পূর্বাহ্ণ, মার্চ ১২, ২০২০

উজিরপুর উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট জয়দেব চক্রবর্তীর হস্তক্ষেপে বাল্য বিবাহ থেকে মুক্তি পেল দুই কিশোরী
শফিকুল ইসলাম শামীম, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে এসিল্যান্ডে জয়দেব চক্রবর্তীর হস্তক্ষেপে বাল্য বিবাহ থেকে মুক্তি পেল দুই কিশোরী আজ বুধবার বেলা সকাল ১০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রনতি বিশ্বাসের নির্দেশে সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট জয়দেব চক্রবর্তী উপজেলার ভরাকোঠা ইউনিয়নের গাজিরপাড় গ্রামের আকবর আলী বেপারীর মেয়েকে জোর পূর্বক বাল্য বিবাহের সংবাদ পেয়ে তাৎক্ষণিক ভাবে ঘটনা স্থলে ছুটে যান এ্যসিল্যান্ড এবং পৌর মেয়র গিয়াসউদ্দিন বেপারী। তাহাদের উপস্থিতে বাল্য বিবাহ পন্ড হয়ে যায়। এ সময়ে কিশোরীর পিতা আকবর আলী বেপারী প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত মেয়েকে বিবাহ দেবেনা বলে মুচলেকা প্রধান করেন। স্থানীয় ইউপি সদস্য মোশারফ হোসেনের জিম্মায় তাহাদেরকে রেখে আশা হয়। এছাড়া বেলা ১২ ঘটিকার সময় পূর্ব হারতা গ্রামের আব্দুল জলিল বেপারীর মেয়েকে তথ্য গোপন করে প্রশাসনকে ফাঁকি দিয়ে বাল্য বিবাহের আয়োজন করেন। ঘটনা স্থলে গিয়ে তাৎক্ষণিক মেয়ের পিতা আব্দুল জলিলকে এ্যসিলেন্ড গ্রেফতার করে উপজেলায় এনে মোবাইল কোটের মাধ্যমে নগদ ২০ হাজার টাকা জরিমানা আদায় করেন। এ সময় উপস্থিত ছিলেন উজিরপুর থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসার এস আই মাহাতাব উদ্দিন। বাল্য বিবাহ প্রতিরোধে আইনানুগ ব্যবস্থা নেওয়ায় এ্যসিল্যন্ড জয়দেব চক্রবর্তীকে সাধুবাদ জানান সচেতন মহল।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest