কলাপাড়ায় এমপি মহিব’র সাথে গণমাধ্যম কর্মীদের মতবিনিময়

প্রকাশিত: ১২:৫৯ পূর্বাহ্ণ, মার্চ ১৩, ২০২০

কলাপাড়ায় এমপি মহিব’র সাথে গণমাধ্যম কর্মীদের মতবিনিময়

মো. ওমর ফারুক, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালী ৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিব কলাপাড়া উপজেলার গণমাধ্যম কর্মীদের সাথে এক মতবিনিময় সভা করেছেন। বৃহস্পতিবার বিকেলে কলাপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সংসদ সদস্য মহিব্বুর রহমান মহিব বলেন, মানুষ ভুল করতে পারি ,আমি ফেরেস্তা নই, আমি ও মানুষ। আমার ভুল ধরিয়ে দিবেন আমি তা সংশোধন করবো।



গণমাধ্যম কর্মীরা সমাজের দর্পণ, আপনাদের মাধ্যমেই সমাজকে পরিবর্তন করতে হবে এবং সঠিক তথ্যদিয়ে সাহসিকতার সাথে এগিয়ে যাওয়ার কথা বলেন তিনি। আর বলেন গোটা উপজেলায় সরকারে যে উন্নায়র হচ্ছে তা অন্য কোন সরকারে আমলে হয়নি।এসময় আর বক্তাব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব তালুকদার ,কলাপাড়া পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ নাসির উদ্দিন ,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ড.শহিদুল ইসলাম বিশ্বাস, কলাপাড়া প্রেসক্লাব সভাপতি হুময়ুন কবির, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন মিন্টু, সাবেক সাধারণ সম্পাদক মহসীন পারভেজ, নেছারউদ্দিন আহম্মেদ টিপু, এশিয়ান টিভির কলাপাড়া প্রতিনিধি জসিম পারভেজ, আনন্দ টিভির কলাপাড়া প্রতিনিধি সুজন মৃধা, মাই টিভির কলাপাড়া প্রতিনিধি সাইফুল ইসলাম রয়েল প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন কলাপাড়া রিপোর্টার্স ক্লাব সভাপতি এস.কে রঞ্জন, সাধারণ সম্পাদক নাহিদুল হক, সহ-সাধারন সম্পাদক রাসেল মোল্লা, মহিপুর প্রেসক্লাব সভাপতি মনিরুল ইসলাম, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন বিপু, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি কবির তালুকদার, কলাপাড়া সাংবাদিক ফোরামের সাধারন সম্পাদক আলমগীর হোসেন সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার কর্মীরা।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest