ঢাকা ১১ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৪৬ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০২০
মোঃ হাইরাজ, বরগুনা প্রতিনিধিঃ১০ জন করোনা রোগে আক্রান্ত এমন খবরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। জেলায়-উপজেলার প্রত্যন্ত অঞ্চলে বিষয়টি চর্চিত হচ্ছে। মরণঘাতি করোনাভাইরাস থেকে মিলবে মুক্তি কোন এক জিনিস পান করলে এমন তথ্য পেলেই তা যাচাই-বাছাই না করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে অনেকে। এমনই এক গুজবে রাতের ঘুম হারাম হয়েছে বরগুনার তালতলী বাসিদের। একজন পীর সাহেব স্বপ্ন দেখেছেন- এমন গুজবের ওপর ভিত্তি করে তথ্য রটে যায়, থানকুনি পাতা খেলে করোনাভাইরাস আর হবেনা হলেও মিলবে মুক্তি। এই গুজবে সাড়া দিয়ে উপজেলার বিভিন্ন অঞ্চলের মানুষ রাতের আঁধারে থানকুনি পাতা সংগ্রহে নেমেছেন বহু মানুষ। ইতোমধ্যে অনেকে সে পাতা চিবিয়ে খেয়েছেনও। তাদের বিশ্বাস, পীর সাহেবকে স্বপ্নে বলে দেয়া এই থানকুনি পাতাই করোনাভাইরাসের উত্তম প্রতিষেধক। জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত ১২টা থেকে শুরু হয়েছে এই গুজব। এ নিয়ে অনেকে ফেসবুকে পোস্টও দিচ্ছেন। কেউ কেউ থানকুনি পাতা সংগ্রহ করতে পেরেছেন জানিয়ে ছবিও পোস্ট করেছেন। কেউ কেউ আবার বন্ধুবান্ধব ও স্বজনদের ফোন করে জরুরি ভিত্তিতে থানকুনি পাতা সংগ্রহের তাগিদ দিচ্ছেন। তালতলী পাড়া এলাকার সকিনা বেগম জানান , জৈনপুরী পীর সাহেব, চলা ভাঙার পীর সাহেব, চরমোনাই পীর সাহেব সহ অনেক পীর সাহেব একই সময় একই স্বপ্ন দেখেছেন যে, তিনটি থানকুনি পাতা আর একগ্লাস পানি খেলে করোনাভাইরাস ছুঁতেও পারবে না। আর এই রাতের মধ্যেই তিনটি পাতা খেতে হবে। তাই রাতে অনেক কষ্টে থানকুনি পাতা খুজে চিবিয়ে খেয়েছেন তিনি। অনেকে গুজব বুঝেও পরিবারের মুরব্বিদের চাপে পরে তাদের কথায় পাতা খেয়েছেন। জৈনপুরী পীর সাহেব মাওলানা শাদাব আহম্মেদ সিদ্দিকী আল কোরাইশী মুঠোফোনে বলেন, এটা সম্পূর্ণ মিথ্যা। এর সাথে আমার কোন সম্পর্ক নেই। একটি কুচক্রি মহল আমার নাম ব্যবহার করে সাধারণ মানুষের সাথে প্রতারনা করেছে। কুচক্রিদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন। চরমোনাই পীর সাহেব সৈয়দ মো. ফয়জুল করিম মুঠোফোনে জানান আমি এ রকম কোন সপ্ন দেখিনি বিষয় টি সম্পুর্ন রুপে গুজব। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ সাইদ হোসেন সোহাগ জানান করোনা ভাইরাস রোগের সাথো থানকুনি পাতার কোন সম্পর্ক নেই। এ বিষয় উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ সেলিম মিঞা জানান গুজব রোধে উপজেলার সর্বত্র মাইকিং চলছে। যারা এমন গুজব ছরাচ্ছে তাদের প্রতি ব্যবস্থা নেওয়া হবে। আর এ ধরনের গুজবে কান না দিতে এবং তারা পরামর্শ দিয়েছেন।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST