ঢাকা ১১ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৪৫ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০২০
এনামুল হক, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফলে ২৫৮জন প্রবাসীকে চিহ্নিত করে হোম কোয়ারেন্টাইনে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। করোনা ইউনিট পটুয়াখালী সেল থেকে এ নির্দেশ দেওয়া হয়েছে। বাউফল উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন জানান, জেলা প্রশাসনের সূত্র অনুযায়ী ১ মার্চ থেকে ১৭ মার্চ পর্যন্ত বাউফল উপজেলায় ২৫৮ জন প্রবাসী দেশে এসেছেন। তাদের চিহ্নিতকরনের জন্য স্বাস্থ্য বিভাগের কর্মী, ইউনিয়ন চেয়ারম্যান ও মেম্বাররা কাজ শুরু করেছেন। করোনা প্রতিরোধে অধিকতর সতর্কতা অবলম্বনের জন্য এলাকায় এলাকায় মাইকিং ও প্রচারপত্র বিতরন করা হচ্ছে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST