বাউফলে শিশু পার্কে অভিযান আটক ১০।

প্রকাশিত: ৮:৫৫ অপরাহ্ণ, মার্চ ২২, ২০২০

বাউফলে শিশু পার্কে অভিযান আটক ১০।

এনামুল হক, বাউফল পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফল পৌর শহরে শেখ রাসেল মিনি স্টেডিয়াম (পাবলিক মাঠ) সংলগ্ন উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা শফিকুল ইসলাম শিপনের শিশু বন বিনোদন পার্কে আবারো পুলিশ অভিযান চালিয়ে ১০ তরুণ-তরুণীকে আটক করেছে। এর মধ্যে ৬ তরুণী এবং ৪ তরুণ রয়েছে। রবিবার (২২মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ওই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেয় বাউফল থানা পুলিশ উপ-পরির্দশক মো.ওহিদুজ্জামান। শিপন বাউফল পৌর মেয়র জিয়াউল হক জুয়েল গ্রুপ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক পদে আছেন বলে জানা যায়। একই পার্কে চলতি মাসের ১২ তারিখ থানা পুলিশ অভিযান চালিয়ে ৯তরুণ- তরুণীকে আটক করেছিল। অভিযান চলাকালে পার্কে বেশকিছু অনৈতিক কর্মকান্ডের চিত্র স্থানীয় সংবাদকর্মীদের চোখে পড়ে। এব্যাপারে পার্কের মালিক শফিকুল ইসলাম শিপনের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়। বাউফল থানা অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার মোস্তাািফজুর রহমান জানান,‘আটকৃতদের অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়। বিষয়টি বাউফল উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন তিনি পার্কটি বন্ধের ব্যবস্থা নিবেন বলে জানায়।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest