মোঃ জসিম উদ্দিন,দুমকি(পটুয়াখালী)প্রাতিনিধিঃ পটুয়াখালীর দুমকিতে “পাংগাশিয়া একতা সংঘ” উদ্যোগে করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট, সাবান ও হ্যান্ডওয়াশ বিতরণ করা হয়েছে। এ সময় পাংগাশিয়া একতা সংঘের সভাপতি মোঃবনি আমিন সুজন সিকদার এর নেতৃত্বে, সধারন সম্পাদক রিয়াজ হাওলাদার। সাবেক সভাপতি ওমর ফারুক প্রিন্স ,সাবেক সভাপতি কাওসার মুন্সী, মাসুম বিল্লাহ খান ,মিঠু ,নিজাম উদ্দিন , আরিফ,একতা সংঘের সদস্য বৃন্দ এবং মোঃ ফিরোজ হাওলাদার সাধারণ সম্পাদক আওয়ামী যুবলীগ ইউনিয়ন শাখা। সোমবারবার ধোপারহাট বাজারসহ বিভিন্ন সড়কে ব্যবসায়ী, দিনমজুর, গাড়ির ড্রাইভারসহ পথচারীদের হাতে এসব লিফলেট , সাবান ও হ্যান্ডওয়াশ তুলে দেন। এসময় পাংগাশিয়া একতা সংঘের উপদেষ্টা চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন আতঙ্কিত না হয়ে নিয়মিত হাত-মুখ ও পা ধোয়া, বাড়ির আঙ্গিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখাসহ সচেতন হওয়ার পরামর্শ দেন।