হোম কোয়ারান্টাইন না মানায় বোরহানউদ্দিনে ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা

প্রকাশিত: ১১:৫৮ অপরাহ্ণ, মার্চ ২৩, ২০২০

হোম কোয়ারান্টাইন না মানায় বোরহানউদ্দিনে ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা

গোলাম মাহমুদ শাওন, বোরহানউদ্দিন( ভোলা) প্রতিনিধি: হোম কোয়ারান্টাইন না মানায় ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ব্যাবসায়ী লিটন দাস কে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার সন্ধ্যায় বোরহানউদ্দিন পৌর বাজারে ওই ব্যবসায়ীর ব্যবসা প্রতিষ্ঠানে এ আদালত পরিচালিত হয়। বোরহানউদ্দিন উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ বশির গাজী জানান, বোরহানউদ্দিন পৌরসভার ৫ নং ওয়ার্ডের বাসিন্দা ও,মালক্ষী জুয়েলার্স এর মালিক লিটন চন্দ্র দাস কয়েকদিন আগে ভারত থেকে আসেন।উপজেলা প্রশাসন ইতিমধ্যে বিদেশ থেকে আগতদের হোম কোয়ারান্টাইনে ১৪ দিন থাকার জন্য একাধিক বার মাইকিং করেন।ভারত থেকে এসে ওই ব্যবসায়ী কোয়ারান্টাইনে না থেকে বাজারে ঘোরাঘুরি সহ তার ব্যবসা পরিচালনা করছেন। এমন সংবাদে সোমবার সন্ধ্যায় তার ব্যবসা প্রতিষ্ঠান মালক্ষী জুয়েলার্সে অভিযান পরিচালনা করা হয়।হোম কোয়ারান্টাইন অমান্য করায় দণ্ডবিধির ১৮৬০ এর ২৬৯ ধারায় ওই ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest