করোনা টেস্টের জন্য পিসির ল্যাব হচ্ছে ময়মনসিংহ মেডিক্যালে

প্রকাশিত: ১১:৩৫ পূর্বাহ্ণ, মার্চ ২৭, ২০২০

করোনা টেস্টের জন্য পিসির ল্যাব হচ্ছে ময়মনসিংহ মেডিক্যালে

শহিদুল ইসলাম সোহেল, ময়মনসিংহ ব্যুরোঃ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মাইক্রোবায়োলজী বিভাগে করোনা ভাইরাস শনাক্তের জন্য পিসিআর ল্যাব করা হচ্ছে। এই ল্যাব পরিচালিত হবে আইইডিসিআর-এর তত্ত্বাবধানে। ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. চিত্তরঞ্জণ দেবনাথ এই তথ্য জানিয়েছেন। আগামী দুই-একদিনের মধ্যে ল্যাবের জন্য মেশিনপত্র ও কিট সরবরাহ করবে আইইডিসিআর। অধ্যক্ষ প্রফেসর ডা. চিত্তরঞ্জণ দেবনাথ জানান, পিসিআর ল্যাবের জন্য কলেজের মাইক্রোবায়োলজি বিভাগকে প্রস্তুত রাখা হয়েছে। আইইডিসিআর কর্তৃপক্ষ এসে নিজেরা মেশিনপত্র স্থাপন করার পাশাপাশি সেফটি কেবিন নির্মাণ করে দিয়ে যাবেন। তিনি আরও জানান, করোনাভাইরাস শনাক্তের পরীক্ষার ল্যাব পরিচালনার জন্য ইতোমধ্যে চিকিৎসক ও মেডিকেল টেকনোলজিস্টসহ সাপোর্টিং কর্মচারীদের প্রশিক্ষণ করানো হয়েছে। ময়মনসিংহের সিভিল সার্জন ডা. এবিএম মসিউল আলম জানান, জেলায় এখন পর্যন্ত বিদেশফেরত কেউ করোনাভাইরাসে আক্রান্ত হননি। এ বিষয়ে সবাইকে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন তিনি।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest