কুড়িগ্রামে ঝলমলে রোদ, তবুও ঝলমলে রোদে তাপমাত্রা ৯দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস ডিগ্রি

প্রকাশিত: ৮:৩৩ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০২৬

কুড়িগ্রামে ঝলমলে রোদ, তবুও ঝলমলে রোদে তাপমাত্রা ৯দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস ডিগ্রি

সাইফুর রহমান শামীম, কুড়িগ্রাম।।

কুড়িগ্রামে হিমেল হাওয়ার দাপটে জেঁকে বসেছে শীত। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কুয়াশাচ্ছন্ন থাকছে চারপাশ। যদিও রোদের উষ্ণতা থাকায় জনমনে ফিরেছে স্বস্তি।

 

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে বলে জানান রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার। এই শীতে রিকসা চালক, ভ্যানচালক, দিনমজুর ও শ্রমজীবী মানুষের কষ্ট বেড়েছে। তবে ৪ দিন থেকে রোদের তেজ থাকায় এবং কুয়াশার পরিমাণ কমায় সাধারণ মানুষের কষ্ট কমেছে।

ঘন কুয়াশায় বোরো ধানের চারা বীজতলা লাঁলচে ও কোঁকড়ানো হলেও ক্রমে তা স্বাভাবিক হচ্ছে। বোরো চাষে কৃষক ও কৃষি শ্রমিক পুরোদমে মাঠে নেমেছে। তবে শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা এখনও বৃদ্ধি পাচ্ছে। বিভিন্ন হাসপাতালগুলোতে শীতজনিত রোগে আক্রান্ত হয়ে রোগীরা ভিড় করছে। এরমধ্যে মহিলা, শিশু ও বয়স্ক রোগীর সংখ্যাই বেশি।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest