হিলিতে ভ্রাম্যমান আদালতে ৫ হাজার টাকা জরিমানা আদায়

প্রকাশিত: ৬:৩০ অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০২০

হিলিতে ভ্রাম্যমান আদালতে ৫ হাজার টাকা জরিমানা আদায়

মোঃ লুৎফর রহমান, হিলি (দিনাজপুর) প্রতিনিধি দিনাজপুরের হাকিমপুরের হিলি বন্দরে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সচেতনতা সৃষ্টি ও সামাজিক দূরুত্ব নিশ্চিতকরণে উপজেলা প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনীর সমন্বয়ে টহল জোরদার করা হয়েছে। এবং ভ্রাম্যমান আদালতে ৫ জনের কাছ থেকে ৫ হাজার ২শ’ টাকা জরিমানা আদায় করা হয়। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফিউল আলমের নেতৃত্বে উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালতের মধ্যমে অভিযান পরিচালিত হয়। এবং মাইকিং করে জনগণকে বাড়িতে নিরাপদে থাকার ও অপরকে নিরাপদে রাখার পরামর্শ দেন। হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মো. আব্দুর রাফেউল ইসলাম জানান, করোনাভাইরাস প্রতিরোধ আমাদের এ অভিযান অব্যহত থাকবে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest