রাতে দুস্থের ঘরে খাবার নিয়ে হাজির শিবলী সাদিক এমপি

প্রকাশিত: ১১:৩৯ অপরাহ্ণ, এপ্রিল ৮, ২০২০

রাতে দুস্থের ঘরে খাবার নিয়ে হাজির শিবলী সাদিক এমপি

মোঃ হাসিম উদ্দিন আঞ্চলিক প্রতিনিধিঃ করোনা ভাইরাসের কারণে সারা দেশের মানুষ যখন ঘরে অবস্থান করছে ঠিক সেই সময় অসহায় মানুষের ঘরে খাবার পৌঁছে দিচ্ছেন দিনাজপুর-৬ আসনের সংসদ ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য এমপি শিবলী সাদিক। বুধবার রাত সাড়ে নয়টায় বিরামপুর উপজেলার মির্জাপুর আদিবাসী পাড়া ৩০০ শতাধিক অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করেন। এমপি শিবলী সাদিক জানান আমার নির্বাচনী এলাকার মানুষ কেউ যেন না খেয়ে থাকে সেজন্য দিনরাত মানুষের খোঁজ খবর নিচ্ছি। ইতিমধ্যে বিরামপুর, নবাবগঞ্জ, ঘোড়াঘাট ও হাকিমপুর উপজেলায় ৪০ হাজার অসহায় মানুষকে খাদ্যসামগ্রী বিতরণ করার কাজ চলমান রয়েছে। তিনি বলেন, এই চার উপজেলায় মধ্যবিত্ত পরিবারের যারা রয়েছেন তারা আমার নাম্বারে ফোন দিলেই আমি নিজে গিয়ে তাদের বাড়িতে খাবার সামগ্রী দিয়ে আসবো। যাতে করে তাদের কোনো সমস্যা না হয়। তবুও আপনারা ঘরে থাকুন। এ সময় বিরামপুর উপজেলা চেয়ারম্যান মো. খায়রুল আলম রাজু, পৌর মেয়র লিয়াকত আলী সরকার টুটুল উপস্থিত ছিলেন।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest