ভোলায় “মানবিক ফোরাম তুলাতলী “সামাজিক সংগঠনের উদ্যোগে ত্রাণ বিতরণ

প্রকাশিত: ১২:৪৫ পূর্বাহ্ণ, এপ্রিল ৯, ২০২০

ভোলায় “মানবিক ফোরাম তুলাতলী “সামাজিক সংগঠনের উদ্যোগে ত্রাণ বিতরণ

আপেল মাহামুদ (শাওন), ভোলা প্রতিনিধি।। ভোলার ধনিয়া ইউনিয়নের তুলাতলীতে” মানবিক ফোরাম তুলাতলী ” নামে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন তুলাতলীতে ১২০ টি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করে। নভেল করোনাভাইরাসের কারণে সারা বিশ্ব এখন থমথমে অবস্থা বিরাজ করছে । বাংলাদেশেও এর প্রভাব ব্যাপক ভাবে এখন বেড়েই চলেছে । করোনাভাইরাসের কারণে সবচেয়ে বেশি কষ্টের মধ্যে রয়েছে নিম্ম মধ্যবিত্ত মানুষেরা। নিম্ম মধ্যবিত্ত পরিবারের কথা চিন্তা করে ভোলা ধনিয়া তুলাতলীতে “মানবিক ফোরাম তুলাতলী” নামে একটি সামাজিক সংগঠনটির উদ্যোগে নিম্ম মধ্যবিত্ত ১২০টি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করে । ত্রাণ এর উপকরনের মধ্যে রয়েছে, ৪কেজি চাউল ,১কেজি তৈল, ২কেজি আলু, ১কেজি লবন,১টা সাবান, ১কেজি ডাল, “মানবিক ফোরাম তুলাতলীর” সামাজিক সংগঠন টির প্রতিষ্ঠিতা ও মনজুর আলম ইন্টারন্যাশনাল স্কুল প্রতিষ্ঠিতা মো:ফজলে রাব্বি খন্দকার বলেন করোনার প্রাদুর্ভাবে ধনিয়ার তুলাতলীর নিম্ন মধ্যবিত্তরা কমহীন হয়ে যখন ঘর বন্দী অভাব অনটনে দিশেহারা তখন আমরা এলাকায় কিছু যুবকের উদ্যোগে মানবিক ফরোম তুলাতলী নামে সংগঠন টি শুরু করি। আমরা এলাকার কৃতী সন্তানদের সাথে যোগাযোগ করি এবং তাদের সহযোগিতায় ই আজপর্যন্ত ১২০ টি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ সম্পর্ন করলাম। সংগঠনটির সদস্য মোঃ নাহিদ খান বলেন,গ্রামে বাড়ি বাড়ি গিয়ে নিম্ন মধ্যবিত্ত ব্যক্তিদের মাঝে সামাজিক দ্বায়বদ্ধতার কথা চিন্তা করে রাতের আধারে আমরা ত্রাণ বিতরণ করেছি । সংগঠনটির আরএক সদস্য , মোঃরকছি হাওলাদার বলেন ,আমরা ত্রাণ গ্রহীতার কোন ছবি নেইনি। আমাদের মতো সমাজের যুবকরা যদি এগিয়ে আসে তাহলে নিম্ন মধ্যবিত্ত খাবারের সমস্যার সম্মুখীন হতে হবে না। এলাকার কৃতী সন্তান হোসেন মনোরায়া কল্যাণ ট্রাস্ট এর চেয়ারম্যান জনাব মোঃ মনজুর আলম (এফ.সি. এ) বলেন এই মহামারীর সময় সমাজের সকল বিত্তবানদের উচিত এই হাত না পাতার নিম্ম মধ্যবিত্ত পরিবার গুলো পাশে দাঁড়ানো উচিত। তুলাতলীর কৃতি সন্তান পুলিশ সুপার মুহাম্মদ আলমগীর হোসেন (পিপিএম সেবা) বলেন, “মানবিক ফোরাম তুলাতলী “সামাজিক সংগঠন কে ধন্যবাদ তারা এমন একটি মহৎ উদ্যোগ নেওয়ার জন্য। আমি আশা করি পর্যায়ক্রমে সারাদেশের যুবকরা সামাজিক কাজে এভাবেই এগিয়ে আসবে।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest