আলোকিত নীলগঞ্জ স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে কলাপাড়ায় হত-দরিদ্রদের মাঝে ত্রাণ-সামগ্রী বিতরণ

প্রকাশিত: ৩:১৯ অপরাহ্ণ, এপ্রিল ৯, ২০২০

আলোকিত নীলগঞ্জ স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে কলাপাড়ায় হত-দরিদ্রদের মাঝে ত্রাণ-সামগ্রী বিতরণ
মো. ওমর ফারুক, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: নভেল ভাইরাস করোনার আতংকের কারনে পুরো দেশ এখন লকডাউনে রয়েছে। দেশের হত দরিদ্র মানুষগুলো এখন মানবেতর জীবন যাপন করছে। সরকারের পাশাপাশি বিভিন্ন সংগঠনগুলো তাদের সহায়তায় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। পটুয়ায়াখালীর কলাপাড়া উপজেলার একটি সামাজিক সংগঠন হলো আলোকিত নীলগঞ্জ স্বেচ্ছাসেবী সংগঠন। উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের কতিপয় যুবকরা একত্রিত হয়ে এ সংগঠনটি দাঁড় করিয়েছে। তারা দেশের বিভিন্ন সংকটের সময় এলাকার মানুষের পাশে এসে দাঁড়ায়। তাই করোনা আতংকের এ সংকটের সময়েও তারা অসহায় হত-দরিদ্র মানুষের পাশে এসে দাড়িয়েছে। বৃহস্পতিবার দুপুরে নীলগঞ্জ ইউনিয়নের প্রায় ত্রিশটি পরিবারের মুখে খাবার তুলে দেয়ার জন্য আলোকিত নীলগঞ্জ স্বেচ্ছাসেবী সংগঠনটি ত্রাণ সামগ্রী বিতরণ করেছে। এসময় কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মাদ শহিদুল হক উপস্থিত ছিলেন। অন্যান্যের মধ্যে উপজেলা ঘূর্ণিঝড় কর্মকর্তা মো. আসাদুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মান্নান, কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সাবেক দপ্তর সম্পাদক সাংবাদিক মো. ওমর ফারুক, কলাপাড়া সাংবাদিক ক্লাবের সভাপতি নীল রতন কুন্ড নিলয়, আলোকিত নীলগঞ্জ স্বেচ্ছাসেবী সংগঠনের মহাপরিচালক নাঈমুর রহমান রনি, মানবাধিকার পরিচালক নয়নাভিরাম গাইন, অর্থবিষয়ক পরিচালক আবুল কাশেম ফরাজী, প্রচার বিষয়ক পরিচালক মো. নজরুল ইসলাম ও ব্লাড ডোনেশন বিষয়ক পরিচালক মো. ইউনুছ সানি উপস্থিত ছিলেন। এবিষয়ে বিষয়ে আলোকিত নীলগঞ্জ স্বেচ্ছাসেবী সংগঠনের মহাপরিচালক নাঈমুর রহমান রনি বলেন, আমরা প্রাথমিক পর্যায়ে ৫ কেজি চাল, আধা কেজি ডাল, ১ কেজি লবণ, আধ কেজি তৈল, ১ কেজি আলূ, আধা কেজি পেয়াজ, ১ টি চাকা সাবান ও ১টি স্যাভলন সাবানসহ প্রতিটি প্যাকেটে ৪ শত টাকার ত্রাণ সামগ্রী বিতরণ করেছি। যতদিন দেশে করোনা আতংকের এ পরিস্থিতি বিরাজ করবে ততদিন পর্যন্ত পর্যায়ক্রমে আমাদের এ বিতরণ ব্যবস্থা অব্যাহত থাকবে।

 


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest