কলাপাড়ায় করোনা ভাইরাস রোধে করণীয় জরুরী সভা।

প্রকাশিত: ৮:১৯ অপরাহ্ণ, এপ্রিল ১১, ২০২০

কলাপাড়ায় করোনা ভাইরাস রোধে করণীয় জরুরী সভা।
মো. ওমর ফারুক, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে কার্যকরী পদক্ষেপ গ্রহনের জন্য জরুরী সভা করেছে উপজেলা প্রসাশন। শনিবার দুপুর ১২ টায় নির্বাহী কর্মকর্তার সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির হিসাবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহিব্বুর রহমান এমপি। সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নিবার্হী কর্মকতা আবু হাসনাত মোহাম্মাদ শহিদুল হক। এসময় উপজেলা চেয়ারম্যান এসএম রাকিবুল আহসান, পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.চিন্ময় হাওলাদার, কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমানসহ জন প্রতিনিধি, সরকারি কর্মকর্তা-কর্মচারী ও গনমাধ্যমকমীরা উপস্থিত ছিলেন। সভায় সামাজিক নিরাপত্তার জন্য এক সপ্তাহের জন্য উপজেলা সকল হাট-বাজার বন্ধ করার সিদ্ধান্ত হয়। একই সাথে পার্শ্ববর্তি আমতলী উপজেলার এক সুশীল সমাজ প্রতিনিধি করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হওয়ায় ওই উপজেলার সাথে খেয়া ও সড়ক পথে যোগাযোগের মাধ্যম যথাযথভাবে বন্ধসহ পাঁচ দফা সিদ্ধান্ত গ্রীহিত হয়।

 


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest