সৈয়দপুরে ইয়াবা ব্যবসায়ীর হাতে রেল শ্রমিক প্রহৃত, হাসপাতালে ভর্তি

প্রকাশিত: ৮:৫০ অপরাহ্ণ, এপ্রিল ১১, ২০২০

সৈয়দপুরে ইয়াবা ব্যবসায়ীর হাতে রেল শ্রমিক প্রহৃত, হাসপাতালে ভর্তি
খাদেমুল মোরসালিন শাকীর,রংপুর ব্যুরো ॥ নীলফামারীর সৈয়দপুরে মাদক ব্যবসায় নিষেধ করায় ইয়াবা ব্যবসায়ীর হাতে নির্যাতনের শিকার হয়েছেন এক রেলওয়ে কারখানার শ্রমিক। মাথায় গুরুত্বর আঘাত প্রাপ্ত হয়ে তিনি এখন সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন। এ ব্যাপারে সৈয়দপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। জানা যায়, সৈয়দপুর রেলওয়ে কারখানার মিল রাইট শপের কর্মচারী মোঃ নান্নান শরিফ (৫৮)। তার প্রতিবেশী মোঃ জামিলের ছেলে ফয়সাল এলাকায় মাদক ব্যবসায় করার কারণে ১০ এপ্রিল শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে নান্নান শরিফ এলাকাবাসীকে সাথে নিয়ে বিষয়টি তার বাবা জামিলকে অবগত করতে বাসায় যায়। এসময় ফয়সালসহ তার বাবা জামিল ও ভাই হাসান অভিযোগকারীদের দিকে তেড়ে আসেন। এক পর্যায়ে ফয়সাল তার হাতে থাকা লোহার রড নিয়ে অতর্কিতভাবে আক্রমন করে বসে। তার লোহার রডের আঘাতে নান্নান শরিফের মাথা ফেটে যায়। এতে সে মাটিতে লুটিয়ে পড়ে যায়। সঙ্গীয় লোকজন তাকে তাৎক্ষনিক নান্নান শরিফকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করে। সেখানে তার মাথায় ৫টি সেলাই দেয়া হয়েছে। এলাকাবাসীর অভিযোগ জামিলের ছেলে ফয়সাল মাদক ব্যবসায়ী। সে ইয়াবা, ফেন্সিডিলসহ বিভিন্ন মাদক এলাকায় বিক্রি করার কারণে এলাকার পরিবেশ দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। উঠতি বয়সীরা মাদকাসক্ত হয়ে পড়ছে। এর প্রতিবাদ করলে ফয়সালের বাবা কর্নপাত করেনি। ঘটনার দিনও এলাকাবাসী সম্মিলিতভাবে অভিযোগ করতে গেলে তারা হামলা চালিয়ে একজনকে গুরুত্বরভাবে জখম করেছে। আমরা এই ইয়াবা ব্যবসায়ী পরিবারের দৃষ্টান্তমূলক বিচার চাই। এ ব্যাপারে হাসপাতালে চিকিৎসাধীন নান্নান শরিফ জানান, ফয়সাল চিহ্নিত মাদক ব্যবসায়ী। ইদানিং তার মাদকের ব্যবসা চরম আকার ধারণ করেছে। এ কারণে এলাকার সচেতন লোকজনকে নিয়ে ফয়সালের বাবার কাছে ছেলে কে মাদক ব্যবসা থেকে বিরত রাখার জন্য জানাতে গেলে ফয়সাল অতর্কিত হামলা চালায়। এতে তার হাতের লোহার রডের আঘাতে আমার মাথা ফেটে গেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest