দুজন করোনা রোগী শনাক্ত বরিশাল জেলা লকডাউন

প্রকাশিত: ১১:২১ পূর্বাহ্ণ, এপ্রিল ১৩, ২০২০

দুজন করোনা রোগী শনাক্ত বরিশাল জেলা লকডাউন
শফিউর রহমান কামাল বরিশাল ব্যুরোঃ করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে বরিশালকে অনির্দিষ্টকালের জন্য লকডাউন করা হয়েছে। রোববার (১২ এপ্রিল) সন্ধ্যায় ‘করোনা ভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘সংক্রমণ রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮ (২০১৮ সনের ৬১নং আইন) এর ১১(১)(২)(৩) ধারা মোতাবেক জাতীয় ও আঞ্চলিক সড়ক-মহাসড়ক ও নৌপথে অন্য কোন জেলা থেকে কাউকে বরিশাল জেলায় প্রবেশ করতে দেয়া হবে না। এসময় জরুরী পরিসেবা, চিকিৎসা সেবা, কৃষি পণ্য, খাদ্যদ্রব্য সরবরাহ ও সংগ্রহ, বিদ্যুৎ, গ্যাস, ফায়ার সার্ভিস, টেলিফোন, ইন্টারনেট, ব্যাংকিং সেবা, মোবাইল ব্যাংকিং, ঔষধ শিল্প সংশ্লিষ্ট যানবাহন ও কর্মীরা চলাচল করতে পারবে। এছাড়াও সরকার কর্তৃক ঘোষিত অন্যান্য জরুরী পরিসেবাও চলাচল করতে পারবে। এই আইন পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত বলবৎ থাকবে। বরিশালে প্রথম বারের মতো করোনা ভাইরাস আক্রান্ত দুই রোগী শনাক্ত হয়েছেন। তাদের একজন বাকেরগঞ্জের ডিঙ্গারহাট এলাকার বজলুর রহমান (৬৫) এবং অন্যজন মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরচরের আবদুর রব মুন্সি (৬০)। বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষার পর দুইজনের শরীরে করোনা ভাইরাস সংক্রমণের বিষয়টি ধরা পড়ে। এ তথ্য রোববার সন্ধ্যায় শেবাচিম হাসপাতালের একটি দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছেন। কিন্তু কিভাবে তারা সংক্রমিত হয়েছেন সে বিষয়ে তাৎক্ষণিক কোন তথ্য-উপাত্ত্ব পাওয়া যায়নি। বিষয়টির সত্যতা স্বীকার করে পরিচালক ডা. বাকির হোসেন জানান, এই দুই ব্যক্তি জ্বর, শ্বাসকষ্টসহ করোনা সকল উপসর্গ নিয়ে গত ৮ এপ্রিল হাসপাতালের আসেন। এসময় করোনা আক্রান্ত সহেন্দে তাদের দুইজনকে করোনা ওয়ার্ডে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। পরে শনিবার তাদের নমুনা নিয়ে পরীক্ষা করা হলে রোববার আসা রিপোর্টে করোনা প্রজেটিভ দেখা যায়। এই দুই রোগী সম্পর্কে বিস্তারিত তথ্য জেলা প্রশাসককে অবহিত করে এলাকাভিত্তিক ব্যবস্থা গ্রহণ করতে পরামর্শ দেওয়া হয়েছে।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest