আগৈলঝাড়া উপজেলা প্রশাসনের নির্দেশে সামাজিক দুরত্ব বজায় রেখে স্কুল মাঠে বসছে কাচাঁ বাজার

প্রকাশিত: ৭:২৬ অপরাহ্ণ, এপ্রিল ১৬, ২০২০

আগৈলঝাড়া উপজেলা প্রশাসনের নির্দেশে সামাজিক দুরত্ব বজায় রেখে স্কুল মাঠে বসছে কাচাঁ বাজার
মোঃ জহিরুল ইসলাম সবুজ, আগৈলঝাড়া প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশের পর বরিশালের আগৈলঝাড়া উপজেলায় সামাজিক দুরত্ব বজায় রেখে উপজেলা সদরের ভেগাই হালদার পাবলিক একাডেমী মাঠে প্রতিদিন সকালে কাঁচা বাজার বসানোর নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন। এছাড়াও উপজেলা প্রতিটি ইউনিয়নের বাজারগুলো এই নিয়মে চলবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলাম। এসব বাজারে বিক্রেতা ও ক্রেতারা সামাজিক দুরত্ব বজায় রেখে কাঁচা বাজার ক্রয়-বিক্রয় করবেন। আজ বৃহস্পতিবার সকালে থেকে সামাজিক দুরত্ব বজায় রেখে কাঁচা বাজার বসানোর নির্দেশ দিয়েছেন উপজেলা প্রশাসন। এই নির্দেশের পরে কাচাঁ বাজার বসানোর জন্য উপজেলা সদরের ভেগাই হালদার পাবলিক একাডেমী মাঠে দুরত্ব বজায় রেখে কাচাঁ বাজার বসানো হয়েছে। ক্রয়কারীরাও সামাজিক দুরত্ব বজায় রেখে কাচাঁ জিনিসপত্র ক্রয় করবেন। কাঁচা বাজারের আসা বিক্রেতা নাসির আলম বলেন, সরকারের নির্দেশ মেনে আমরা কাঁচা বাজারে জিনিসপত্র বিক্রয় করবো। এই নির্দেশ আমরা অমান্য করবো না। কাঁচা জিনিসপত্র ক্রয়কারী মামুল সরদার জানান, সরকার আমাদের একটু সুযোগ করে দিয়েছে কাঁচা জিনিসপত্র ক্রয় ও বিক্রয় করার জন্য। সরকারের নির্দেশ অমান্য করা যাবে না। আমরা সামাজিক দুরত্ব বজায় রেখে কাঁচা বাজারে জিনিসপত্র ক্রয় করবো। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলাম সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নির্দেশের পরে সদরের ভেগাই হালদার পাবলিক একাডেমী মাঠে সামাজিক দুরত্ব বজায় রেখে কাঁচা বাজার বসানোর জন্য বলা হয়েছে। ক্রয়-বিক্রয়কারী দুইজনেই সামাজিক দুরত্ব বজায় রেখে কাঁচা বাজার ক্রয় করবেন। কাঁচা বাজারে পুলিশ প্রশাসনকে কঠোর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কেহ এই নির্দেশ অমান্য করলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। উপজেলার সকল বাজার গুলো একই নিয়মে চলার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। থানার ওসি মো.আফজাল হোসেন জানান, সরকারের নির্দেশ আমার কঠোর ভাবে পালন করবো। আমরা থানার পক্ষ থেকে লোকজনকে সচেতনতার জন্য একমুখী বাজারের সাইন বোর্ড লাগিয়ে দিয়েছি।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest