করোনা ভাইরাস থেকে বাঁচতে হলে ঘরে থাকার বিকল্প কিছু নেই অভিনেত্রী শিখা খান

প্রকাশিত: ৯:০১ অপরাহ্ণ, এপ্রিল ২০, ২০২০

করোনা ভাইরাস থেকে বাঁচতে হলে ঘরে থাকার বিকল্প কিছু নেই অভিনেত্রী শিখা খান

আলোকিত সময় ডেস্কঃ বর্তমান বিশ্বের মাহা মারি করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধ সকলকে সরকারি নিয়ম নির্দেশনা মেনে চলার আহবান জানিয়েছেন বর্তমান সময়ের ব্যস্ততম অভিনেত্রী শিখা খান। এ সময় তিনি উচ্চবিত্তদের, অ সহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য, অনুরোধ করেন তিনি। মানিকগঞ্জের মেয়ে শিখা খান ২০১৫ সালে আকবরিয়া লাচ্ছা সেমাইয়ের বিজ্ঞাপনের মডেল হয়ে সকলের নজর কাড়েন । বিজ্ঞাপনটি নির্মাণ করেছিলেন জামান রায়হান। এরপর রাকিবুল ইসলাম রাজনের পরিচালনায় ভ্যাটের উপর সরকারি বিজ্ঞাপন, রবি সিমের ক্রিকেটারদের নিয়ে বিজ্ঞাপনের মডেল, মিতালী থ্রি পিস, কানিজ ফ্যাশন বার্ডসহ আরও বেশ কিছু বিজ্ঞাপনের মডেল হয়েছিলেন। হাতে আছে বেশ কয়েকটি বিজ্ঞাপন। এরমাঝে নিজেকে জড়িয়ে ফেলেন মিউজিক ভিডিওর মডেল হিসেবে। তারপর আর পেছন ফিরে তাকাতে হয়নি এই অভিনেত্রীকে। প্রথম এফ এ সুমনের গানের মডেল হয়ে যাত্রা শুরু করেন। এরপর এক এক করে ২৫ টি গানের মডেল হয়েছেন। কাজ চলছে বেশ কয়েকটি গানের। ধ্রুব মিউজিক স্টেশন থেকে মোহনা ও হৃদয়ের গাওয়া গানের মডেল হয়েছিলেন তিনি । ঐ গানে শিখা মডেল হিসেবে নিজেকে ভিন্নভাবে উপস্থাপন করেছেন। মডেলিং এবং মিউজিক ভিডিও ছাড়াও শিখা খান অভিনয়েও অনেকটা এগিয়ে গেছেন। এ পর্যন্ত বেশ কয়েকটি একক নাটকে অভিনয় করেছেন। তারমধ্যে অপারেশন সার্চলাইট, বিসিএস ক্যাডার অন্যতম। বর্তমানে করোনা ভাইরাসের কারনে কয়েকটি নাটকের স্যুটিং বন্ধ রেখেছেন নির্মাতারা। শিখা খান জানান মিডিয়ার সকল মাধ্যমেই আমি বিচরণ করতে চাই। কাজের প্রতি একাগ্রতা থাকলে আমি জানি নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানো সম্ভব । সে লক্ষ্যেই নিজেকে তৈরি করে নিচ্ছি। ছোটবেলা থেকে অভিনেত্রী হওয়ার স্বপ্ন বুকে ধারণ করে এগিয় চলছি। আর সকলকে করোনা ভাইরাস থেকে বাঁচতে সরকারি নিয়ম নির্দেশনা মেনে চলার অনুরোধ জানিয়েছেন।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest