করোনাভাইরাসের প্রকোপ বাতিলই হয়ে যেতে পারে অলিম্পিক

প্রকাশিত: ৫:২৮ অপরাহ্ণ, এপ্রিল ২৯, ২০২০

করোনাভাইরাসের প্রকোপ বাতিলই হয়ে যেতে পারে অলিম্পিক

আলোকিত সময় আন্তর্জাতিক ডেস্কঃ করোনাভাইরাসের প্রকোপ যদি না কমে তাহলে আগামী বছর বাতিল করা হবে অলিম্পিক। আশঙ্কার কথা শোনালেন টোকিও অলিম্পিক কমিটির প্রধান ইয়োশিরো মোরি। চলতি বছরের জুলাইয়ে শুরু হওয়ার কথা ছিল অলিম্পিক। কিন্তু করোনা মহামারীর জন্য তা এক বছর পিছিয়ে যায়। ঠিক হয়েছে আগামী বছরের ২১ জুলাই শুরু হবে অলিম্পিক। কিন্তু করোনার প্রকোপ না কমলে অলিম্পিক বাতিল হয়ে যাবে। মোরি স্পষ্ট বলেছেন, অলিম্পিক পিছিয়ে ২০২২ সালে যাওয়ার কোনও প্রশ্নই নেই। যদি ২০২১ সালে আয়োজন করা সম্ভব না হয়, সেক্ষেত্রে বাতিল হয়ে যাবে অলিম্পিক।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest