এসএম স্বপন (যশোর) প্রতিনিধি:- যশোর জেলার ২৭টি নমুনায় একজন করোনা রোগী শনাক্ত হয়েছেন। বুধবার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ২৭টি নমুনা পরীক্ষায় একজন কোভিড-১৯ পজিটিভ রোগী শনাক্ত হয়েছে। তিনি হলেন কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও)। সব মিলিয়ে যশোর জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৫৬ জন। এ তথ্য নিশ্চিত করেছেন যশোরের সিভিল সার্জন শেখ আবু শাহীন। বিষয়টি নিশ্চিত করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আলমগীর হোসেন জানান, আক্রান্ত চিকিৎসককে স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে রেখে চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে।