এসএম স্বপন,বেনাপোল প্রতিনিধি । করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া অসহায় দুস্থ দিন আনা দিন খাওয়া পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার (৩ মে) সকালে শার্শা উপজেলা সদর ইউনিয়ন পরিষদ চত্বরের সামনে প্রধানমন্ত্রীর নিজস্ব তহবিল থেকে গৃহবন্দী ১০০টি পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরন করা হয়। হতদরিদ্র পরিবারের মাঝে এসময় ৫ কেজি চাউল, ২ কেজি আলু ও ১কেজি ডাউল বিতরন করা হয়েছে। এসময় উপস্থিত থেকে খাদ্য সামগ্রী বিতরন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডল, শার্শা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু, ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন, ইউপি সদস্য মমিনুর রহমান, নাসিম রেজা পিন্টু, জুলফিক্কার আলী জুলু ও সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোরাদ হোসেন প্রমুখ।