সুনামগঞ্জে একদিনে ২২ জন করোনায় আক্রান্ত

প্রকাশিত: ৮:১৬ অপরাহ্ণ, মে ৫, ২০২০

সুনামগঞ্জে একদিনে ২২ জন করোনায় আক্রান্ত
শামসুল কাদির মিছবাহ, সুনামগঞ্জ প্রতিনিধিঃ
সুনামগঞ্জে একদিনে ২২ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। মঙ্গলবার বিকেলে সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. মো. শামস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
আক্রান্তদের মধ্যে চিকিৎসক, নার্সও রয়েছেন। এটা জেলায় সর্বোচ্চ আক্তান্ত বলে জানা গেছে।
জেলা সিভিল সার্জন অফিস জানায়, সিলেট ল্যাব থেকে আসা ফলাফলে মঙ্গলবার জেলায় ২২ জনের করোনা পজেটিভ আসে। এর মধ্যে তাহিরপুর উপজেলায় ৬ জন, শাল্লা উপজেলায় ৫ জন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ৪ জন, দিরাই উপজেলায় ৩ জন, ছাতক উপজেলায় ৩ জন ও বিশ্বম্ভরপুর উপজেলায় ১ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
আক্রান্তদের মধ্যে শাল্লায় উপজেলায় ৫ জন, দিরাই উপজেলায় ৩ জন স্বাস্থ্য কর্মী ও বিশ্বম্ভরপুর উপজেলায় ১ জন চিকিৎসক রয়েছেন। এনিয়ে সুনামগঞ্জ জেলায় মোট ৫৮ করোনা ভাইরাসে আক্রান্ত হলেন।
সিভিল সার্জন ডা. মো. শামস উদ্দিন জানান, করোনায় আক্রান্তদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

 


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest