ঢাকা ৩১ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪৩ অপরাহ্ণ, নভেম্বর ২১, ২০১৯
 
                                                                          সিলেট জেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হিরণ মাহমুদ নিপুকে গ্রেফতার করেছে র্যাব। সন্ত্রাসী কর্মকাণ্ড ও চাঁদাবাজির অভিযোগে তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৬টি মামলা রয়েছে বলে দাবি করেছে র্যাব।
গতকাল বুধবার রাত সাড়ে ৭টায় শহরতলীর বালুচর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। নিপু উত্তর বালুচর এলাকার মৃত ইয়াদ আলীর ছেলে। আজ বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগেও হিরণ মাহমুদ নিপু একাধিকবার র্যাব-পুলিশের হাতে গ্রেফতার হয়েছিলেন। তিনি ভারপ্রাপ্ত সভাপতি থাকাবস্থায় নগরীর কোর্ট পয়েন্টে সিপিবির জনসভায় হামলা চালায় ছাত্রলীগ নেতাকর্মীরা। এসময় সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমও হামলায় আহত হন। ওই হামলায় নিপু নেতৃত্ব দেন বলে অভিযোগ উঠেছিল। সিপিবির জনসভায় হামলার ঘটনায় কেন্দ্র থেকে সিলেট জেলা ছাত্রলীগের কমিটিও বিলুপ্ত করা হয়েছিল।
সিএনআই’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST
