আবরার হত্যার পূর্ণাঙ্গ তদন্তের চান মার্কিন রাষ্ট্রদূত

প্রকাশিত: ১১:৩৯ অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০১৯

আলোকিত সময় ডেস্কঃ

বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যার ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার।

বৃহস্পতিবার রাত ১১টার দিকে মার্কিন দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে এক বার্তায় তিনি এই আহ্বান জানান।

বার্তায় তিনি বলেন, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকাণ্ডের ঘটনায় আমি হতবাক ও মর্মাহত। মত প্রকাশের স্বাধীনতা যেকোন গণতন্ত্রের মৌলিক অধিকার। এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি তোলা সকল কণ্ঠস্বরের সঙ্গে আমরা একাত্ম ও তাঁর পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।

গত রোববার রাতে আবরারকে নিজের কক্ষ থেকে ডেকে নিয়ে যাওয়া হয় হলের দ্বিতীয় তলার ২০১১ নম্বর কক্ষে। রাতে আবরারকে বেধড়ক পেটায় ছাত্রলীগের একদল নেতা-কর্মী। এতে রাতেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় আবরারের বাবা ১৯ জনকে আসামি করে একটি মামলা করেন। ভিডিও ফুটেজ দেখে হত্যাকান্ডে অংশ নেয়াদের শনাক্ত করে ইতোমধ্যে ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত দু’দফায় ১৩ জনকে ৫দিনের রিমান্ডে নেয়া হয়েছে।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest