বগুড়ায় করোনায় নতুন আক্রান্ত ৩৫, শেরপুরে ১ জন

প্রকাশিত: ১০:৪৩ পূর্বাহ্ণ, মে ২৯, ২০২০

বগুড়ায় করোনায় নতুন আক্রান্ত ৩৫, শেরপুরে ১ জন
জাহাঙ্গীর ইসলাম,বগুড়া প্রতিনিধি:- 
বগুড়া জেলায় বৃহস্পতিবার নতুন করে ৩৫ জন করোনা ভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছে। এর মধ্যে শেরপুর উপজেলায় ১ জন রয়েছেন। এ নিয়ে বগুড়া জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাড়াঁলো ২৭৫ জনে। বৃহস্পতিবার (২৮মে) রাত ৮টায় ফেসবুক লাইফে বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন এ সব তথ্য জানান। তিনি জানান, বৃহস্পতিবার বগুড়া শজিমেক পিসিআর ল্যাবে বগুড়ার ১৮৩টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩৫ জনের করোনা পজিটিভ এসেছে। এর মধ্যে বগুড়া সদরের ১৮ জন, শাজাহানপুর উপজেলার ৪ জন, গাবতলী উপজেলার ৪ জন, আদমদিঘী উপজেলার ৪ জন,শেরপুর উপজেলার ১ জন, শিবগঞ্জের ১ জন, ধুনট উপজেলার ১জন,দুপচাচিয়ার ১ জন ও কাহালু উপজেলার ১ জন করে শনাক্ত হয়েছেন। এক প্রশ্নের জবাবে তিনি জানান, শেরপুর উপজেলায় ছোনকা এলাকার এক ব্যক্তি করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। তবে তার ফোন বন্ধ থাকায় ডিটেলস পাওয়া যায়নি।

alokito tv

Pin It on Pinterest