টাঙ্গাইলে তিনদিন ব্যাপী শিশু মেলার উদ্বোধন

প্রকাশিত: ৭:০১ অপরাহ্ণ, নভেম্বর ২৮, ২০১৯

টাঙ্গাইলে তিনদিন ব্যাপী শিশু মেলার উদ্বোধন

শহিদুল ইসলাম সোহেল ময়মনসিংহ ব্যুরো: টাঙ্গাইলে জেলা তথ্য অফিসের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় ৩ দিন ব্যাপী শিশু মেলার উদ্বোধন করা হয়েছে। মেলায় শিশু কিশোরদের বই ও বুটিক শিল্প নিয়ে ১০টিরও অধিক স্টল রয়েছে। বুধবার (২৭নভেম্বর) সকালে মেলা উপলক্ষ্যে জেলা শিশু একাডেমী প্রাঙ্গন থেকে একটি বণার্ঢ্য র‌্যালী বের হয়। পরে র‌্যালীটি শহরের গুরুত্ব পূর্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শিশু একাডেমী প্রাঙ্গনে এসে মিলিত হয়। মেলার উদ্বোধন করেন টাঙ্গাইল-৮ (বাসাইল-সখিপুর) সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগেরে সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের)। টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সেলিম আহম্মদের সভাপতিত্বে ও জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র জামিলুর রহমান মিরন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক নাজনীন সুলতানা, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা খন্দকার নিপুন হোসাইন প্রমুখ। উক্ত আলোচনা সভায় বক্তারা শিশু কিশোরদের কল্যাণে সরকারের গৃহীত পদক্ষেপ সমূহ উল্লেখ করে বক্তব্য প্রদান করেন।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest