আক্রান্ত সন্দেহে- পবিপ্রবি’র উপাচার্যকে হেলিকপ্টার যোগে ঢাকায় প্রেরণ

প্রকাশিত: ৮:৫০ অপরাহ্ণ, জুলাই ১৪, ২০২০

আক্রান্ত সন্দেহে- পবিপ্রবি’র উপাচার্যকে হেলিকপ্টার যোগে ঢাকায় প্রেরণ

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীবিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.
মো: হারুনররশীদ ও তারসহ-ধর্মীনীসাবেক স্কুল শিক্ষিকা কনিকামাহফুজকে করোনা আক্রান্ত সন্দেহে
হেলিকপ্টার যোগেঢাকায় নেয়াহয়েছে। বিগত ৫/৬দিন যাবৎ স্বামী-স্ত্রী উভয়েইপ্রচন্ডজ্বর,
শ্বাসকস্টসহকরোনোউপসর্গে ভুগছিলেন। অবস্থার ক্রমাবনতি দেখে গতকাল মঙ্গলবার (১৪ জুলাই)
বেলাসাড়ে ১০টায় পটুয়াখালীএয়ারপোর্টেরহ্যালিপ্যাডথেকে হেলিকপ্টার যোগেঢাকায় নেয়াহয়েছে।
করোনাক্রান্তপবিপ্রবি’রভিসিপ্রফেসর ড. মো: হারুনররশীদ ও তারসহ-ধর্মীনীসাবেক
স্কুলশিক্ষিকাকনিকামাহফুজকেবিমানবাহিনীর হেলিকপ্টারেকরেউন্নতচিকিৎসারজন্য ঢাকায়
নেয়াহয়েছেএমন তথ্য জানিয়েছেআইএসপিআর। তবেবিশ্ববিদ্যালয়ের রেজিষ্টারপ্রফেসর ড. স্বদেশ চন্দ্র
সামন্তজানান, তার (ভিসি) করোনারিপোর্ট এখনোআমরাহাতেপাইনি। বিকেলনাগাদ পাওয়া
যেতেপারে। বরিশাল শেবাচিম থেকে চিকিৎসরাজানিয়েছেন, তারলাঞ্চেসমস্যারয়েছে। এজন্য
দ্রুতউন্নতচিকিৎসাপ্রয়োজন।
বিশ্ববিদ্যালয়েরজনসংযোগবিভাগের দায়িত্বরতকর্মকর্তা, ডেপুটি রেজিষ্টার ড. মো:
কামরুলইসলামজানান, উপাচার্য ও তার স্ত্রী বেশকয়েকদিনধরে অসুস্থায়ভুগছিলেন।
তবেকরোনায়আক্রান্তহয়েছেকিনাতাএখনোবলাযাচ্ছে না। বরিশাল
শেবাচিমহাসপাতালেচিকিৎসাগ্রহনকালে সোমবারতাদের দু’জনেরনমুনা দেয়া হয়েছে। আজ
(মঙ্গলবার) বিকেলেরিপোর্ট পাওয়ারকথারয়েছে। রিপোর্ট আসার পূর্বে নিশ্চিৎকরেবলাযাচ্ছে না।


মুজিব বর্ষ

Pin It on Pinterest