প্রাথমিক শিক্ষক সমাজের কেন্দ্রীয় কমিটিতে তজুমদ্দিনের চার কৃতিসন্তান ।

প্রকাশিত: ১০:১১ অপরাহ্ণ, জুলাই ২৩, ২০২০

প্রাথমিক শিক্ষক সমাজের কেন্দ্রীয় কমিটিতে তজুমদ্দিনের চার কৃতিসন্তান ।

মোঃইলিয়াছ তজুমদ্দিন প্রতিনিধি।।
বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ (আনিছ-রবিউল) রেজিঃ এস-১২০৪৮ এর কেন্দ্রীয় কমিটির তজুমদ্দিনের জনাব একে এম কলিমুল্যা, (ক্রীড়া সম্পাদক),জনাব খন্দকার মোহাম্মদ ইব্রাহীম(কার্যকরী সদস্য),জনাব শরীফ মো: রফিকুল্যা(সহ সমাজ কল্যান সম্পাদক)ও জনাব মো:মহিউদ্দিন,কার্যকরী পদে সদস্য হয়েছে।তারা বর্তমানে একই সংগঠনের হয়ে তজুমদ্দিন উপজেলা বিভিন্ন ভাবে দায়িত্ব পালন করে আসছেন।সততা,সাহস, কর্মতৎপরতাও নেতৃত্বের গুনাবলী বিবেচনা করে সংগঠনের কেন্দ্রীয় নীতি নির্ধারনী কমিটি, কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারন সম্পাদকের সম্মতি সাপেক্ষে তাদেরকে এই পদে পদায়ন করা হয়।তারা স্নাতকোত্তর শেষে বর্তমানে শিক্ষকতা পেশায় কর্মরত।তারা বর্তমানে তজুমদ্দিন উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে কর্মরত আছেন।এছাড়া তারা স্কুল জীবন থেকেই ছাত্রদের অধিকার আদায়ে তৎপর ছিলেন।তারা শিক্ষকতার পাশাপাশি স্কুল, মাদরাসা, মসজিদসহ নানাবিধ সামাজিক কাজে জড়িত রয়েছেন।প্রাথমিক শিক্ষকদের বিভিন্ন ন্যায়সঙ্গত দাবি আদায়ের আন্দোলন সংগ্রামে তজুমদ্দিনের এই চার কৃতিসন্তান থাকতেন সম্মুখ যোদ্ধা হিসাবে।এই তরুন নেতৃত্বের প্রতি অকুন্ঠ আস্থা রয়েছে জেলার শিক্ষক সমাজের।সংগঠনের ভোলা জেলা ও উপজেলা নেতৃবৃন্দসহ জেলার শিক্ষক সমাজ তাদের সহযোদ্ধা জনাব খন্দকার মোহাম্মদ ইব্রাহীম কে কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য একে এম কলিমুল্যাকে (ক্রীড়া সম্পাদক),জনাব শরীফ মো: রফিকুল্যাকে( সহ সমাজ কল্যান সম্পাদক),জনাব মো: মহিউদ্দিন কে(কার্যকরী সদস্য) পদে মনোনিত করায়, সভাপতি আনিছুর রহমান ও সম্পাদক এন এ সিদ্দিকী রবিউল ইসলামকে ধন্যবাদ জ্ঞাপন করেন।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest