ঢাকা ৪ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১৯ অপরাহ্ণ, জুলাই ২৮, ২০২০
আবু রায়হান, জয়পুরহাটঃ
র্যাব৫, সিপিসি৩, জয়পুরহাট র্যাব ক্যাম্পেরএকটি আভিযানিক দল কোম্পানী কমান্ডার অতিরিক্তপুলিশ সুপার এম. এম. মোহাইমেনুর রশিদ, পিপিএম,সেবা এর নেতৃত্বে ২৭ জুলাই জয়পুরহাটজেলার সদর থানাধীন বিষ্ণুপুর এলাকায় অভিযানপরিচালনা করে ৪০ লিটার দেশীয় মদসহ জয়পুরহাটসদর থনার নিত্তিপাড়া এলাকার গায়েন সরেনের ছেলেমানিক সরেন (১৮), বসেন সরেনের ছেলে গায়েনসরেন (৪৫), মৃত মজিবর মার্ডির ছেলে জোহন মার্ডি(২১), কে হাতেনাতে গ্রেফতার করা হয়।
অপরদিকে জয়পুরহাট জেলার পাঁচবিবি থানাধীন আটাপাড়া এলাকায় আরও একটি অভিযান পরিচালনা করে ২০০ বোতল ফেন্সিডিলসহ জিলাপী পট্টি এলাকার সিয়াব আলীর ছেলে মোঃ রুবেল হোসেন (২০) কে হাতেনাতে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত ধৃত আসামীরা দীর্ঘদিনযাবৎ নেশা জাতীয় মাদকদ্রব্য দেশীয় মদ এবংফেন্সিডিল অবৈধভাবে সংগ্রহ করে জয়পুরহাটজেলাসহ আশপাশ এলাকার মাদকসেবী ও মাদককারবারীদের নিকট সরবরাহ করে আসছিলবলেস্বীকার করেছে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST