অবৈধভাবে ধান মজুদ রাখায় ভ্রাম্যমাণ আদালতে ৪ চাতাল ব্যাবসায়িকে ৫৫ হাজার টাকা জরিমানা

প্রকাশিত: ৩:৩২ অপরাহ্ণ, অক্টোবর ৬, ২০২০

অবৈধভাবে ধান মজুদ রাখায় ভ্রাম্যমাণ আদালতে ৪ চাতাল ব্যাবসায়িকে ৫৫  হাজার টাকা জরিমানা

আবু রায়হান, জয়পুরহাটঃ
জয়পুরহাটের কালাই উপজেলার পাঁচশিরা ও হাতিয়র বাজারে অভিযান চালিয়েস রকারি নির্দেশ অমান্য করে অবৈধভাবে খাদ্য শস্য (ধান) মজুদ রাখার দায়ে ৪ চাতাল ব্যাবসায়ির ৫৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মো.মোবারক হোসেন।

কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিট্রেট মো.মোবারক হোসেন জানান, সরকারি বিধি মোতাবেক কোনো অনুমোদিত চাতাল মালিকগণ ধান অধিক সময় ধরে অবৈধভাবে মজুদ রাখলে তা আইনত দন্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে তাই অবৈধভাবে খাদ্য শস্য (ধান) মজুদ রাখায় ৪ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা করাসহ গোডাউনে থাকা সকল ধান বর্তমান মূল্যে দ্রুত বিক্রির আদেশ দেয়া হয়েছে।

নিয়মিত বাজার মনিটরিং ও খাদ্য শস্যর বাজার দর ঠিক রাখতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ সময়ে আরও উপস্থিত ছিলেন কালাই উপজেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.ফারুক আলমগীরসহ থানা পুলিশ ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest