দুর্গাপূজা উপলক্ষে বেনাপোল দিয়ে ৪ দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে

প্রকাশিত: ১১:১৪ অপরাহ্ণ, অক্টোবর ২১, ২০২০

দুর্গাপূজা উপলক্ষে বেনাপোল দিয়ে ৪ দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে

যশোর অফিসঃ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২৩ অক্টোবর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।
তবে এ সময় বন্দরে পণ্য খালাস ও বাংলাদেশ-ভারতের মধ্যে যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

বেনাপোল কাস্টমসের ডেপুটি কমিশনার মুস্তাফিজুর রহমান জানান, ভারতে দুর্গাপূজার ছুটি থাকায় ২৩ অক্টোবর সকাল থেকে ২৬ অক্টোবর পর্যন্ত দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে বলে ভারতীয় কাস্টমস কর্তৃপক্ষ আমাদের জানিয়েছেন।
আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বন্দরে পণ্য খালাস, লোড-আনলোড ও বন্দর কাস্টমসে কাজ চলবে। ২৭ অক্টোবর সকাল থেকে দুই দেশের মধ্যে পূনরায় আমদানি-রপ্তানি শুরু হবে বলেও জানান তিনি।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest