গুজরাতের রাজকোটে করোনা হাসপাতালে বিধ্বংসী আগুন, মৃত ৫

প্রকাশিত: ১১:৪৫ পূর্বাহ্ণ, নভেম্বর ২৭, ২০২০

গুজরাতের রাজকোটে করোনা হাসপাতালে বিধ্বংসী আগুন, মৃত ৫

আন্তজাতীক ডেস্কঃ শুক্রবার ভোররাতে গুজরাতের রাজকোট শহরের একটি কোভিড হাসপাতালে আগুন লেগে ৫ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। বাকি রোগীদের নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে। হাসপাতালের আইসিইউতে অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি। তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী বিজয় রুপানি।

রাজকোটের শিবানন্দ হাসপাতালের আইসিইউতে সর্বপ্রথম এই আগুন লাগে। আইসিউতে মোট ১১ জন রোগী ছিলেন। যখন আগুন লাগে সেসময় হাসপাতালে মোট ৩৩ জন রোগী ভর্তি ছিলেন। আগুন নেভানোর জন্য ঘটনাস্থলে হাজির হয় দমকলকর্মীরা। অবশেষে নিয়ন্ত্রণে আসে আগুন।৫ জনের মৃত্যুর সঙ্গে সঙ্গে এই আগুনে বেশ কয়েক জন রোগী জখম হয়েছেন। অন্য একটি হাসপাতালে তাঁদের ভর্তি করা হয়।
স্থানীয় কর্তৃপক্ষের মতে আইসিইউ থেকেই আগুন লাগে। আগুনের কারণ অনুসন্ধান করা হচ্ছে। দমকলের এক আধিকারিক জানান, শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ড হয়ে থাকতে পারে বলে প্রাথমিক অনুসন্ধানে মনে করা হচ্ছে।

রাজকোটের দমকল কর্তৃপক্ষ অনেক চেষ্টার পর আগুন আয়ত্তে আনতে সক্ষম হয়েছে এবং হাসপাতালের সমস্ত রোগীকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ ও দমকলের আধিকারিকরা ঘটনাস্থলে রয়েছেন।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest