ঢাকা ১৪ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৪৬ অপরাহ্ণ, মে ৯, ২০২১
সাইফুর রহমান শামীম, কুড়িগ্রাম প্রতিনিধি।।
কুড়িগ্রামে বর্তমান সরকার ৪ লাখ ২৮ হাজার ৫২৫ টি উপকার ভোগী পরিবারের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ হিসেবে ৪৫০ টাকা করে ক্যাশ বিতরণ কার্য্যক্রম করেছেন। এরই অংশ হিসেবে ভোগডাঙ্গায় ১২ হাজার ৫৭ টি পরিবার বরাদ্দ পায়। গত দু’দিন ধরে ভোগডাঙ্গা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সাইদুর রহমান নিজ হাতে উপকার ভোগীদের কাছে ক্যাশ তুলে দিচ্ছেন । উল্লেখ্য যে,
ভিজিএফ ছাড়াও প্রতিটি ইউনিয়নে খয়রাতি টাকা(জি আর) হিসেবে প্রথমে ২,৫০,০০০ + পরবর্তীতে ২৫,০০০ হাজার মোট ৩ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
জেলা প্রশাসক বলেন, পবিত্র ঈদ উপলক্ষে প্রত্যেকটি হত দরিদ্র পরিবার যেন ঈদের আনন্দ ভাগাভাগি করে উপভোগ করতে পারেন সে জন্যই সরকার ভিজিএফ ও খয়রাতি টাকা দ্রুত বিতরণের উদ্যোগ নিয়েছে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST