ঢাকা ১০ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০৪ অপরাহ্ণ, মে ৯, ২০২১
সাইফুর রহমান শামীম,কুড়িগ্রাম প্রতিনিধি।।কুড়িগ্রামের উলিপুরে মোবাইল অ্যাপসের মাধ্যমে জুয়া খেলার অপরাধে হাফিজুর রহমান, বাবলু মিয়া, ওয়াদুদ হোসেন দুদু, সাজ্জাদ হোসেন কে আটক করেছে পুলিশ।
জানা গেছে, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই মশিউর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে উপজেলার তবকপুর ইউনিয়নের মন্ডলপাড়া গ্রাম থেকে মোবাইল অ্যাপসের মাধ্যমে জুয়া খেলার অপরাধে ওই চারজনকে আটক করা হয়।
রোববার দুপুরে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) ইমতিয়াজ কবির জানান, আটক ৪জনের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST