কুড়িগ্রামে হানিফ পরিবহন-নছিমন সংঘর্ষে নছিমন চালক নিহত

প্রকাশিত: ৯:৩৬ অপরাহ্ণ, জুলাই ১৮, ২০২১

কুড়িগ্রামে হানিফ পরিবহন-নছিমন সংঘর্ষে  নছিমন চালক নিহত

সাইফুর রহমান শামীম ,কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার কুড়িগ্রাম-রংপুর মহাসড়কের ছিনাই বাজার এলাকায় কুড়িগ্রাম গামী হানিফ পরিবহনের সঙ্গে নছিমনের মুখোমুখি সংঘর্ষে নছিমনের চালক জসিম উদ্দিন (২৩) এর মত্যু হয়েছে।
রবিবার (১৮ জুলাই) বিকেল ৩টার দিকে এ দূঘর্টনা ঘটে।
নিহত জসিম কুড়িগ্রাম সদরের কাঁঠাল বাড়ি ইউনিয়নের শিবরাম গ্রামের মৃত শাহাবুদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, ঢাকা থেকে কুড়িগ্রাম গামী একটি হানিফ পরিবহনের কোচ নছিমনের সঙ্গে ছিনাই বাজার এলাকায় মুখোমুখি সংঘর্ষ হলে নছিমন চালক গুরুত্ব আহত হয়। পরে তাকে উদ্ধার করে দ্রুত কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
রাজারহাট থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রাজু সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক কোচটিকে আটক করা হয়েছে, আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।


alokito tv

Pin It on Pinterest