কারো সঙ্গে সম্পর্কে জড়ালে কী শাস্তি, জানালেন ডিএমপি কমিশনার

প্রকাশিত: ১১:৫১ পূর্বাহ্ণ, আগস্ট ১১, ২০২১

কারো সঙ্গে সম্পর্কে জড়ালে কী শাস্তি, জানালেন ডিএমপি কমিশনার

দেশের প্রথাগত সামাজিক নিয়মে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়ালে তা সমাজের চোখে নিন্দনীয় ও অপরাধ হলেও আইনে তেমন বড় কোন শাস্তির বিধান নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) শফিকুল ইসলাম।

নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মঙ্গলবার (১০ আগস্ট) তিনি এসব কথা বলেন।

এ বিষয়ে আইনের কথা উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, ‘১৮ বছরের ঊর্ধ্বে যে কোনো নাগরিক পারস্পরিক সম্মতিতে সম্পর্কে জড়াতে পারে। যদি তা প্রতারণামূলক না হয় তাহলে পুলিশের তেমন কিছু করার থাকে না। কেউ যদি এমন সম্পর্কের পর প্রলোভন দেখিয়ে প্রতারণার অভিযোগ না করে তাহলে সেটা দেশের আইনে বড় কোন অপরাধ বলে গণ্য হবে না। এমনকি আপত্তিকর অবস্থায় কাউকে পেলে মাত্র একশ টাকা জরিমানা করা ছাড়া আর কিছুই করার নেই।

তিনি আরও বলেন, ‘আমি কোথাও অভিযান করে প্রখ্যাত মডেল বা উঁচুদরের মানুষকে আপত্তিকর অবস্থায় পেলাম, তাহলে আমি কী করতে পারি? তাকে ২৯২ এর অধীনে প্রসিকিউশিন দিতে পারি জরিমানা ১০০ টাকা। তাও যদি হাতেনাতে ধরতে পারি। আর হাতেনাতে ধরতে না পারলে তো আর কোনো সুযোগ নেই।’

ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম বলেন, কোনো মডেলকে সমাজের উঁচুদরের কারো সাথে আপত্তিকর অবস্থায় পেলে পুলিশের খুব বেশি কিছু করার নেই। কেননা আইনের চোখে এটি খুবই ছোট অপরাধ। এখানে আমাদের খুব বেশি কিছু করার নেই।

চিত্রনায়িকা পরীমণি ইস্যুতে গোলাম মোহাম্মদ সাকলায়েনের ভূমিকা নিয়ে পুলিশ বিব্রত উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, একজন বিসিএস ক্যাডার অফিসার এ ধরনের অনৈতিক সম্পর্কে জড়াবে-এটি কখনই প্রত্যাশিত না।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest