ফুলবাড়ীয়ায় ঘানি টানা মা-মেয়েকে গরু উপহার

প্রকাশিত: ১:৪৩ অপরাহ্ণ, আগস্ট ১২, ২০২১

ফুলবাড়ীয়ায় ঘানি টানা মা-মেয়েকে গরু উপহার

মোবারক হোসেন, ফুলবাড়ীয়া, ময়মনসিংহ: ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার কড়ইতলা গ্রামের ঘানিটানা মা-মেয়েকে আরো একটি বকনা গরু উপহার দিয়েছেন সোনালী ব্যাংকের ময়মনসিংহ বিভাগের জেনারেল ম্যানেজার (জিএম) আব্দুল মজিদ।

বুধবার (১১ আগস্ট) বিকেলে বাজার থেকে গরু কিনে মা কমলা বেগম ও মেয়ে কাকলী আক্তারকে জিএম-এর পক্ষে হস্তান্তর করেন সোনালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার মো. জহিরুল ইসলাম, প্রিন্সিপাল অফিসার মো. আবুল ফজল, সিনিয়র অফিসার মো. আবুল কালাম।

এর আগে গত রবিবার কালের কণ্ঠে ‘ঘানিতে মা-মেয়ে’ শিরোনামে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। ময়মনসিংহ জেলা প্রশাসকের নির্দেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা, সমাজসেবা অধিদপ্তর ও প্রাইভেট পাবলিক পার্টনারশিপ (পিপিপি) পদ্ধতিতে একটি বকনা গরু কিনে দিয়েছিলেন মা-মেয়েকে।

ফুলবাড়ীয়া উপজেলার কুশমাইল ইউনিয়নের কড়ইতলা গ্রামের তারা মিয়ার স্ত্রী কমলা বেগম (৪৬) বিয়ের পর থেকে ৩২ বছর যাবত ঘানি টানছেন। তার মধ্যে মেয়ে কাকলী আক্তারকে নিয়ে প্রায় ৭ বছর যাবত ঘানি টানছেন।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest