৩৪ দলের আয়-ব্যয়ের হিসাব পেল ইসি

প্রকাশিত: ৯:০০ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০২১

৩৪ দলের আয়-ব্যয়ের হিসাব পেল ইসি

দেশে বর্তমানে সব মিলিয়ে ৩৯ টি রাজনৈতিক দল রয়েছে। তারমধ্য মঙ্গলবার (৩১ আগস্ট) পর্যন্ত ৩৪ টি দল বার্ষিক (২০২০ সাল) আয়-ব্যয়ের (অডিট রিপোর্ট) হিসাব নির্বাচন কমিশনের (ইসি) কাছে জামা দিয়েছেন। এদিকে, মঙ্গলবার বিভিন্ন রাজনৈতিক দলগুলোর বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দেয়ার শেষ দিন ছিল বলে জানায় ইসির যুগ্ম সচিব আসাদুজ্জামান।

আয়-ব্যয়ের হিসাবের নির্ধারিত সময়ের আগেই গেল রবিবার (২৯ আগস্ট) বর্তমান ক্ষমতাসীন দল আওয়ামী লীগ আগারগাঁও নির্বাচন ভবনে বার্ষিক আয়-ব্যয় ও লেনদেনের হিসাব জমা দিয়েছেন। সেখানে আওয়ামী লীগের আয় ৫১ শতাং কমলেও ব্যয় বেড়েছে বেড়েছে ২১ শতাংশ।

এ আয়-ব্যয়ের তথ্য ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকারের কাছে আয়-ব্যয়ের হিসাব জমা দেন দলটির প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ও উপ-দপ্তর সম্পাদক সায়েম খান।

এ বিষয়ে আবদুস সোবহান গোলাপ সাংবাদিকদের জানান, বর্তমানে দলটির তহবিলে ৫০ কোটি ৭৩ লাখ ৩৭ হাজার ১৯৪ টাকা জমা রয়েছে। ২০২০ সালে আওয়ামী লীগের আয় হয়েছে ১০ কোটি ৩৩ লাখ ৪৩ হাজার ৫৩৩ টাকা। যা ২০১৯ সালের আয়ের চেয়ে ১০ কোটি ৬৮ লাখ ৯৭ হাজার ৭৯৭টা কম। ২০১৯ সালের চেয়ে আয় কমেছে ৫১ শতাংশ। ২০১৯ সালে দলটি আয় করেছিল ২১ কোটি দুই লাখ ৪১ হাজার ৩৩০ টাকা।

অপরদিকে, বিএনপি আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে ২৬ আগস্ট। দলটির দেয়া তথ্য অনুযায়ী, গত বছর (২০২০ সালে) আয়ের চেয়ে ব্যয় বেশি হয়েছে। দলটির আয় মাত্র ১ কোটি ২২ লাখ ৫৩ হাজার ১৪৯ টাকা। বিপরীতে ব্যয় হয়েছে ১ কোটি ৭৪ লাখ ৫২ হাজার ৫১৩। অতিরিক্ত অর্থ পার্টির ফান্ড থেকে ব্যয় করা হয়েছে।

প্রসঙ্গত, আইন অনুযায়ী ইসিতে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে প্রতিবছরই বার্ষিক আয়-ব্যয়ের হিসাব দিতে হয়। সে নিয়ম অনুযায়ী দেশের বেশির ভাগ রাজনৈতিক দল তাদের বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে ইসিতে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest